ইন্টারনেট সেনসেশন, অদ্ভুত পোশাক পরে বিতর্ক তৈরি করা উরফি জাভেদকে নিয়ে ফের উত্তাল নেটিদুনিয়া। উরফির ফ্যাশন সেন্স দিন দিন আলোচনার কেন্দ্রে উঠে আসছে। প্রতিদিন খবরের শিরোনামে উঠে আসছেন তিনি, নেপথ্যে তাঁর অদ্ভুত ফ্যাশন। নিজের চেহারা এবং পোশাক নিয়ে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করেন উরফি। তবে তাঁর কোনও ডিজাইনার নেই, নেই কোনও ব্র্যান্ডেড ডিজাইনারের ট্যাগ। নিজের স্টাইল স্টেটমেন্ট নিজেই ডিজাইন করেন উরফি। তিনি প্রায়শই ইন্সটাগ্রামে নিজের DIY ভিডিও শেয়ার করেন তিনি।
উরফির নতুন এই ভিডিওতে তাঁকে দেখা যায় মোজা ব্যবহার করে কীকরে পোশাক বানানো যায়। সেই ভিডিও শেয়ার হচ্ছে বিদ্যুতের গতিতে। ক্যাজুয়াল টপকে কীকরে আকর্ষণীয় বানাতে হয় তা DIY ভিডিওতে দেখান তিনি। তবে ব্যাপক ট্রোল হচ্ছে তাঁকে নিয়ে।
উরফি জাভেদ তাঁর ভিডিওতে দেখান মাত্র কয়েক মিনিটে ক্যাজুয়াল টপ দিয়ে কীভাবে তৈরি করা যায় আকর্ষণীয় টপ। উরফি দেখান, এর জন্য প্রথমে একটি নেট দেওয়া মোজা নিতে হবে।
কাঁচি দিয়ে এর মাঝখানে গোল করে কাটতে হবে। দু'পাশের শেষ প্রান্ত থেকেও আঙ্গুলের জায়গা কেটে ফেলতে হবে। অতিরিক্ত জায়গা বেরিয়ে থাকলে তার হাতা কেটে ফেলুন। ব্যস, তৈরি নতুন ধরনের টপ।
সাধারণ মানুষের ভাবনাতেও আসতে পারে না এই ভাবনা। উরফি জাভেদ যদিও প্রথম এই কীর্তি করেননি। তিনি প্রায়শই পোশাক নিয়ে নতুন কিছু কিছু শৈলী তৈরি করেন। কখনও মোজা দিয়ে টপ আবার কখনও টি-শার্ট কেটে টপ তৈরি করেন।
উরফি জাভেদের এই নতুন ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। একটি মাল্টিকালার বক্সার, টিউব ক্রপ টপ এবং মোজা দিয়ে তৈরি টপ পরে অবাক করে দেন নেটিজেনদের।
উরফি জাভেদের এই ভিডিওতে মজার মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন ব্যবহারকারী তো লিকেই ফেলেন- মনীশ মালহোত্রাকে হারাবেন উরফি। উরফির এই প্রতিভা দেখে মানুষ পাগল হয়ে যাচ্ছেন।
মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ভাইরাল উরফির এই ভিডিও। ৯৭ হাজারেরও বেশি মানুষের নজর কেড়েছে ভিডিওটি। অত্যাশ্চর্য এবং গ্ল্যামারাস চেহারা উরফি আবারও সোশ্যাল মিডিয়ার শিরোনামে।