Advertisement
মনোরঞ্জন

Photos: উল্টো শার্টে খোলা পিঠ! Urfi-র নতুন ফ্যাশনে চোখ আটকে গেল নেটিজেনদের

  • 1/8

Bigg Boss OTT-র প্রতিযোগী উরফি জাভেদ আবারও তাঁর অদ্ভুত ফ্যাশনে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করছেন। অভিনেত্রী একটি BTS ভিডিও শেয়ার করেন যাতে ফের তাঁকে দেখা যায় অদ্ভুত শার্ট স্টাইলে। উল্টো করে শার্টটা পরে ফের চর্চায় অভিনেত্রী।
 

  • 2/8

উরফির নিত্য নতুন ফ্যাশনে অবাক হয়ে যান নেটিজেনরা। কেউ তাঁকে নিয়ে হাসাহাসি করেন, কেউ আবার তাঁর মস্তিষ্কপ্রসূত ডিজাইনের প্রশংসাও করেন।
 

  • 3/8

উল্টো শার্ট, কোঁকড়ানো চুল আর মাথায় সূর্যমুখী ফুল লাগিয়ে ক্যামেরায় পোজ করেন উরফি। শেয়ার করেন বিহাইন্ড দ্য সিন ভিডিওও।


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urrfii (@urf7i)

Advertisement
  • 4/8

তবে ফের ট্রোলের মুখে পড়েন তিনি। কেউ লেখেন, শার্টও পরতে পারেন না নাকি? আবার কেউ লেখেন, এর চেয়ে ভালো নাই বা পড়লেন। কারও মন্তব্য, ঠিকঠাক পোশাক পরুন। 
 

  • 5/8

আবার এই একই পোশাকে তাঁর ছবি দেখে ভালোবাসায় ভরান অনুরাগীরা। কেউ বলেন,"হায় গারমি!" আবার কারও মন্তব্য,"আপনি সূর্যের মতো উজ্জ্বল।"
 

  • 6/8

সম্প্রতি, কালো ড্রেসে অজস্র ছিদ্রের এক পোশাক পরে ক্যামেরায় পোজ করেন উরফি। অনুরাগীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, কার প্রাণ গেল?
 

  • 7/8

এই শীতে ছিদ্রওয়ালা পোশাক দেখেও ট্রোলড হতে হয় উরফিকে।


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urrfii (@urf7i)

Advertisement
  • 8/8

ছবি: Urfi Javed/ Instagram
 

Advertisement