Advertisement
মনোরঞ্জন

Urfi Javed Dancing Video: কাঁচের টুকরো দিয়ে লজ্জা নিবারণ, উরফির নাচ দেখে থ সকলে

  • 1/8

উরফি জাভেদ। বিচিত্র পোশাক পরে প্রায়ই চলে আসেন খবরে। নানা পোশাকে 'সাহসী' উরফিকে দেখে ফেলেছেন নেটিজেনরা। উরফির পরিধান আর শুধু কাপড়ে আটকে নেই, সিম কার্ডের পোশাকও পরে ফেলেছেন প্রাক্তন বিগ বস তারকা। আরও একবার নতুনভাবে নিজেকে মেলে ধরলেন উরফি। শুধুমাত্র কাঁচ দিয়ে লজ্জা নিবারণ করলেন। 

  • 2/8

নেট মাধ্যমে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন উরফি। ওই ভিডিওয় বাজছে সুখিন্দর সিংয়ের ‘দরদে ডিস্কো’। সেই তালে নাচছেন উরফি।

  • 3/8

উরফিকে অবশ্য দেখে চেনা যাচ্ছে না। কারণ তাঁর মুখে মুখোশ। তবে এমন 'পোশাক' দেখে বোঝাই যাচ্ছে, ইনিই উরফি জাভেদ।   

Advertisement
  • 4/8

ভিডিওয় উরফির ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। লজ্জা নিবারণের শুধু কয়েকটি টুকরো কাঁচ দিয়ে ঢাকা। আলোর সঙ্গে তা ঝলমল করছে। 

  • 5/8

এই ধরনের ঝিকিমিকি কাঁচের বল নৈশ ঠেকে ব্যবহার করা হয়। তাই দিয়েই নিজেকে ঢেকেছেন উরফি। অনেকে তাঁর সৃজনশীলতার তারফিও করেছেন।  

  • 6/8

এই ধরনের ঝিকিমিকি কাঁচের বল নৈশ ঠেকে ব্যবহার করা হয়। তাই দিয়েই নিজেকে ঢেকেছেন উরফি। অনেকে তাঁর সৃজনশীলতার তারফিও করেছেন।  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

  • 7/8

নেট মাধ্যমে ভিডিওটি হইচই ফেলে দিয়েছে। ভাল-খারাপ মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। খারাপ মন্তব্যই তুলনায় বেশি। তবে তাতে ফারাক পড়ে না উরফির। 

Advertisement
  • 8/8

এর আগেও নানা ধরনের পোশাকে হাজির হয়েছেন বলিউডের ফ্যাশনিস্তা। সিলভার পেপার দিয়েও শরীর ঢেকেছিলেন। 

Advertisement