scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Vicky Kaushal Katrina Kaif Wedding: ভিকির হাতে হাত রেখে সাত পাকে বাধা পড়লেন ক্যাটরিনা, প্রকাশ্যে প্রথম ছবি

অবশেষে
  • 1/5

অবশেষে অপেক্ষার অবসান। কয়েক কোটি ভক্তদের অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল ভিকি কৌশল-ক্যাটরিনার বিয়ের ছবি।
 

লাল লেহেঙ্গা
  • 2/5

লাল লেহেঙ্গা, অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছেন নবদম্পতি। ক্যাটরিনাকে দেখা যায় ভারী সাবেকি গয়নায়। এই জুটির প্রথম ছবি পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা।
 

নবদম্পতির বিয়ের
  • 3/5

নবদম্পতির বিয়ের ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। দিন কয়েক ধরে লাগাতার তাঁদের দেখার অপেক্ষায় ছিলেন। দম্পতির হৃদয় জয় করা ছবি দেখে খুশি নেটিজেনরা।
 

Advertisement
রাজকীয়
  • 4/5

রাজকীয় লুকে রাজস্থানের বিলাসবহুল মহলে বসেছে তাঁদের বিয়ের আসর। বিকেলেই বিবাহ সম্পন্ন হয় এই দম্পতির। তারপর হয় ফটোশুট।
 

মালাবদল
  • 5/5

মালাবদল, সাত পাকে ঘোরার ছবি ইতিমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল। নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় রাজকীয় রীতিতে বিয়ে করেছেন। ক্যাটরিনার রাজকীয় বিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। 
 

Advertisement