scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

ব্য়ক্তিগত সমস্য়া দূরে সরিয়ে দিওয়ালিতে Hot লুকে নেটে Viral অনন্যা পাণ্ডে

অনন্যা 'অনন্যা'
  • 1/8

একদিকে এনসিবির সমন, অন্যদিকে আরিয়ান খানের সঙ্গে তার সম্পর্কের যোগসুত্র টানার চেষ্টা। কোনও কিছুই যে তাকে ছুঁতে পারেনি, তার প্রমাণ দিলেন অনন্যা পান্ডে। তার নতুন ফেস্টিভ সিজন জলওয়া দেখিয়ে লাল শাড়িতে, কখনও লেহেঙ্গা চোলিতে বা কখনও ওয়েস্টার্ন-এ তিনি নেট  জুড়ে রাজ করছেন।

অনন্যা 'অনন্যা'
  • 2/8

ফেস্টিভ সিজন শুরু হয়ে গিয়েছে এবং এই সুযোগে সেলিব্রিটিরা নিজেদের দুর্দান্ত আউটফিটগুলির ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছেন। এতদিন তারা যে সমস্ত পোশাক পরতেন তা নিজেদের সার্কেলের মধ্যে সীমাবদ্ধ থাকত। এখন সোশ্যাল মিডিয়ার যুগে ফ্যানরাও তাদের এক ঝলক থেকে বঞ্চিত থাকছেন না।

অনন্যা 'অনন্যা'
  • 3/8

করবা চৌথ উৎসবে শিল্পা শেট্টি, ইয়ামি গৌতম এবং নেহা কক্কর সহ অন্যান্যা সেলেবরা নিজেদের ফটো ভাইরাল করে দিয়েছেন। এখন দিওয়ালির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং ফ্যানসরা এবার ঝুঁকেছেন অনন্যা পান্ডের দিকে। এমনিতেই গত কিছুদিন ধরে বিভিন্ন কারণে তিনি ট্রেন্ডিং রয়েছেন। তার ওপর তার নতুন অবতার ফ্যানদের ব্যাপক পছন্দ হয়েছে।

Advertisement
অনন্যা 'অনন্যা'
  • 4/8

উৎসবের অনুষ্ঠানে সাধারণভাবে এথনিক ওয়ারই পড়তে পছন্দ করেন দেশবাসী। সেলেব্রিটিরা থেকে ব্যতিক্রম নন। সম্প্রতি অনন্যা পান্ডের শাড়িতে কিছু ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার মধ্যে পারফেক্ট এথনিক ওয়ার-এ তাকে দেখা গিয়েছে।

অনন্যা 'অনন্যা'
  • 5/8

অনন্যা পান্ডের রেড শাড়িতে কিছু ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ফটোগুলি তানিয়া ঘাউড়ি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট-এ শেয়ার করেছেন। এই ফটোগুলিতে অনন্যাকে অনবদ্য ও আকর্ষণীয় লাগছে।

অনন্যা 'অনন্যা'
  • 6/8

অনন্যা পান্ডেকে লাল কালারের শিফন এবং শাড়িতে দেখা গিয়েছে এবং সঙ্গে স্প্যাগেটি স্ট্র্যাপ এমব্রয়ডারি ব্লাউজে দেখা গিয়েছে। অ্যাক্ট্রেস নিটোল নিপে নিজেকে কমপ্লিট করেছেন এবং তা তার লুককে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে।

অনন্যা 'অনন্যা'
  • 7/8

মেকাপের কথা বলতে গেলে অ্যাক্ট্রেস হালকা মেকআপ করেছেন। যা তার গায়ের রংকে আরও বেশি কমপ্লিমেন্ট করে তুলেছে। তিনি নিজের আউটপুটকে রেড কালারের সঙ্গে কমপ্লিট করেছেন। অনন্যার এই লুকের তারিফ করেছেন সকলেই। যেখানে পারফেক্ট দিওয়ালি লুক মনে হচ্ছে।  এই শাড়ির কথা বলতে গেলে সাধারণ মানুষের জন্য শাড়ি কিনতে পারা অত সহজ নয়। কারও মাসের আয়, আবার কারও তো কয়েক মাসের আয় বেরিয়ে যাবে এই শাড়ি কিনতে। ঋদ্ধি মেহরার ওয়েবসাইটের সংবাদ অনুযায়ী এই শাড়ির দাম ৬৮ হাজার ৮০০ টাকা।

 

Advertisement
অনন্যা 'অনন্যা'
  • 8/8

আপাতত অনন্যা পান্ডে পার্সোনাল ফ্রন্ট এ সমস্যার সম্মুখীন হয়েছেন। আরিয়ান খান ড্রাগস কেসে তাকে এনসিবি দুবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। অ্যাক্ট্রেস এনসিবির কাছে সোমবার দিনও তাকে তলব করা হয়েছিল। তিনি পৌঁছতে পারেননি।

Advertisement