scorecardresearch
 
মনোরঞ্জন

Who is Saisha Shinde? নিজেকে ভাবতেন সমকামী, মনোবিদের কথায় স্বপ্নিল হলেন সায়শা

Saisha Shinde- স্বপ্নিল থেকে সায়শার সফর
  • 1/10

সদ্য একটি রিয়েলিটি শোয়ে হাজির হয়েছিলেন তিনি। আগে ছিলেন পুরুষ। লিঙ্গ পরিবর্তন করেছেন। স্বপ্নিল থেকে হয়েছেন সায়শা। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সায়শা শিন্ডেকে নিয়ে এখন চর্চা নেট মাধ্যমে। তাঁর সাহসী পদক্ষেপকে কুর্নিশ করছেন বহু মানুষ। 

Saisha Shinde- স্বপ্নিল থেকে সায়শার সফর
  • 2/10

কঙ্গনা রানাওয়াতের লকআপের কয়েদি শায়সা। শোয়ে তাঁকে অনেকে পছন্দ করছেন। ওই শোয়ে তিনি বলেছেন, কবে লিঙ্গ পরিবর্তন সার্জারির কথা তাঁর মাথায় এসেছিল। 

Saisha Shinde- স্বপ্নিল থেকে সায়শার সফর
  • 3/10

তাঁর দেহ পুরুষের হলেও আত্মা যেন অন্য কিছু চাইছিল। মন ও দেহ আলাদা করে বাঁচছিল। প্রথমে তাঁর মনে হয়েছিল, তিনি সমকামী। কারণ পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছিলেন। তার পর ৩০ বছরে রূপান্তরকামী।
 

Saisha Shinde- স্বপ্নিল থেকে সায়শার সফর
  • 4/10

মনোবিদের সঙ্গে দেখা করার পরেই তাঁর জীবনদর্শন বদলায়। তাঁকে লিঙ্গ পরিবর্তনের পরামর্শ দেন ওই মনোবিদ। আগে অনেকেই তাঁর সার্জারির ব্যাপারে তাঁকে বারণ করেছিলেন। কিন্তু এবার তিনি ভরসা পান। 
 

Saisha Shinde- স্বপ্নিল থেকে সায়শার সফর
  • 5/10

অনেকে পরামর্শ দিয়েছিলেন, তুমি স্মার্ট। দেখতে শুনতে ভাল। এই সময় কেটে যাবে। সার্জারির ব্যাপারে ভুলেও ভেবো না। তবে ঘরের লোকেরা সায়শার পাশে ছিলেন। তাঁর সিদ্ধান্ত সমর্থন করেন মা-বাবা। 
 

Saisha Shinde- স্বপ্নিল থেকে সায়শার সফর
  • 6/10

স্বপ্নিলের নারী রূপ সায়শাকে স্বাগত জানিয়েছে পরিবার। সমর্থন পেয়েছেন বন্ধুদেরও। পরিবারের এমন সহযোগিতা পাবেন তা ভাবতে পারেননি সায়শা। 
 

Saisha Shinde- স্বপ্নিল থেকে সায়শার সফর
  • 7/10

অভিনেত্রীদের পোশাক ডিজাইন করেন সায়শা। অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, করিনা কাপুর, মাধুরী দীক্ষিতরা রয়েছেন সেই তালিকায়।

Saisha Shinde- স্বপ্নিল থেকে সায়শার সফর
  • 8/10

পোশাক ডিজাইনে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন সায়শা। মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে-তে হরনাজ সাধুঁর গাউন তাঁর হাতযশে। দারুণ লাগছিল হরনাজকে। 
 

Saisha Shinde- স্বপ্নিল থেকে সায়শার সফর
  • 9/10

সায়শা জানিয়েছেন, পূর্ণ নারী রূপে এখন বেশি আত্মবিশ্বাসী তিনি। 
 

Saisha Shinde- স্বপ্নিল থেকে সায়শার সফর
  • 10/10

একটি পোস্টে সায়শা লিখেছেন, স্বপ্নিল নিজের শরীরকে নিয়ে বিভ্রান্ত ছিল। নিজের শরীরকে অপছন্দ করত। টি-শার্ট পরে পুলে নামত। কিন্তু সায়শা ব্রা আর ডেনিম শর্টসে খুশি। আর আত্মবিশ্বাসে ঘাটতি নেই।