Advertisement
মনোরঞ্জন

Zubeen Garg Songs List: বলিউডে 'ইয়া আলি' থেকে টলিউডে 'পিয়া রে', জুবিনের সুপারহিট গানের দীর্ঘ তালিকা

Zubeen Garg Songs List
  • 1/10

'ইয়া আলি রহম আলি...'। একটা সময়ে লোকের মুখে মুখে ফিরত জনপ্রিয় এই গান। শাইনি আহুজা, ইমরান হাশমি এবং কঙ্গনা রানাউত অভিনীত বিখ্যাত 'গ্যাংস্টার' ছবির এই গানটি গেয়েই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন জুবিন গর্গ। এই একটি গানেই বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেন অসমিয়া এই সংগীতশিল্পী। তারপর আর ফিরে তাকাতে হয়নি। 'নমস্তে লন্ডন' ছবিতে 'দিলরুবা', 'কাঁটে' ছবিতে 'রামা রে', 'ক্রিশ-৩' ছবিতে 'দিল তু হি বতা', 'ঝুম বরাবর ঝুম' সিনেমার টাইটেল ট্র্যাকের মতো গানগুলি জুবিনের হিট গানের তালিকায় প্রথমেই থাকবে। 

Zubeen Garg Songs List
  • 2/10

অসমের শিল্পী জুবিন গর্গ দীর্ঘ সময় পর্যন্ত বলিউডে রাজত্ব করলেও পরবর্তীতে আর বলিউডে থাকতে চাননি। একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলিউডের প্রতি তাঁর তীব্র অনীহার কথা জানিয়েছেন। 

Zubeen Garg Songs List
  • 3/10


জুবিন গর্গকে বলা হত উত্তর পূর্ব ভারতের রাজপুত্র। একের পর এক বিহু গান তাঁকে নর্থ-ইস্টের হার্টথ্রব করে তুলেছিল। ইদানিং নিজের ভাষাতেই গাইতে সবচেয়ে স্বাচ্ছন্দ বোধ করতেন জুবিন। বলিউড আর ভাল লাগছিল না তাঁর। 

Advertisement
Zubeen Garg Songs List
  • 4/10

২ দশক ধরে বলিউডে রাজত্ব করার পর একদিন হঠাৎ করেই যেন হারিয়ে যান জুবিন। তাঁকে কোনও অনুষ্ঠানে দেখা যেত না। কোনও সিনেমার গানে কণ্ঠশিল্পী হিসেবে জুবিনের নাম চোখে পড়ত না। ফ্যানেরাও কিছুটা হতাশ ছিলেন। এত জনপ্রিয় সংগীতশিল্পী, বলিউডে দাপট দেখানো সত্ত্বেও কেন আর গাইলেন না? নিজেই সে কথা জানিয়েছিলেন জুবিন। 

Zubeen Garg Songs List
  • 5/10


জুবিন একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি পাহাড়ের মানুষ। মুম্বইয়েই অর্ধেক জীবন ট্র্যাফিক জ্যামে হারিয়ে যায়।' মুম্বইয়ের পরিবেশ, জলহাওয়া দমবন্ধ লাগত বলেও উল্লেখ করেছিলেন এই সংগীতশিল্পী। তাই সেভাবে আর কাজ করবেন না বলেই স্থির করেন। 

Zubeen Garg Songs List
  • 6/10


বলিউডে জুবিনের গাওয়া শেষ গান 'ক্রিশ-৩'-এর 'দিল তু হি বতা'। এরপর আর তাঁকে কোনও বলিউড গান গাইতে শোনা যায়নি। 

Zubeen Garg Songs List
  • 7/10

তবে কেবলমাত্র বলিউড নয়, বাংলাতেও জুবিন গর্গের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। 'বোঝে না সে বোঝে না' সিনেমার 'পিয়া রে, পিয়া রে' এবং এবং 'প্রেম আমার' সিনেমার 'বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না' গান দু'টি জুবিনের সর্বকালের সুপারহিট তালিকার অন্যতম। 

Advertisement
Zubeen Garg Songs List
  • 8/10

বাঙালি সংগীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুবিনের জুটি সাফল্যের চূড়ায় পৌঁছেছিল। একের পর এক গান গেয়ে টলিউডে একচেটিয়া রাজত্ব করেছে জুবিন-জিৎ জুটি। 

Zubeen Garg Songs List
  • 9/10

'পরান যায় জ্বলিয়া রে' সিনেমাটির 'চোখের জলে' গানটিও জুবিনের কণ্ঠে সুপারহিট হয়েছিল। দেব অভিনীত 'মন মানে না' ছবিটির টাইটেল ট্রাক এবং 'চোখে চোখে কথা বলো' গানও জুবিনেরই কণ্ঠে। এছাড়াও 'পাগলু' সিনেমার 'প্রেম কি বুঝিনি', 'বলো না তুমি আমার' সিনেমার 'আয়না মন ভাঙা আয়না', 'দুজনে' ছবির 'বধুয়া' জনপ্রিয় গানগুলিও তাঁর হিটের তালিকায় রয়েছে। 
 

Zubeen Garg Songs List
  • 10/10


সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন জুবিন গর্গ। সেখানেই তাঁর সঙ্গে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। অ্যাডভেঞ্চার স্পোর্টসই কাল হল তাঁর জীবনে। স্কুবা ডাইভিং করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি এই জনপ্রিয় সংগীতশিল্পীকে। 

Advertisement