Bengali Movie Box Office: আয়ের নিরিখে একনম্বরে 'ধূমকেতু', ২০২৫-এ আর কোন কোন বাংলা ছবি বক্স অফিসে সুপারহিট?

বছর শেষের পথে দাঁড়িয়ে আমরা। আর এই বছরের শুরু থেকেই বেশ কিছু ভাল ভাল বাংলা সিনেমা দর্শকদের মন জয় করেছে। থ্রিলার থেকে ড্রামা অথবা রোম্যান্স, এই বছর বেশ কিছু ছবি বক্স অফিসে নিজেদের ছাপ ফেলতে সফল হয়েছে।

Advertisement
আয়ের নিরিখে একনম্বরে 'ধূমকেতু', ২০২৫-এ আর কোন কোন বাংলা ছবি বক্স অফিসে সুপারহিট?২০২৫-এর বাংলা ছবির বক্স অফিস
হাইলাইটস
  • এই বছরের শুরু থেকেই বেশ কিছু ভাল ভাল বাংলা সিনেমা দর্শকদের মন জয় করেছে।

বছর শেষের পথে দাঁড়িয়ে আমরা। আর এই বছরের শুরু থেকেই বেশ কিছু ভাল ভাল বাংলা সিনেমা দর্শকদের মন জয় করেছে। থ্রিলার থেকে ড্রামা অথবা রোম্যান্স, এই বছর বেশ কিছু ছবি বক্স অফিসে নিজেদের ছাপ ফেলতে সফল হয়েছে। দর্শকেরা সিনেমা হল ভরিয়েছেন বাংলা ছবি দেখার জন্য। Bengali Box Office অনুযায়ী আসুন দেখে নিন কোন কোন বাংলা ছবি বক্স অফিসে দারুণ সাফল্য পেল এই বছর। 

ধূমকেতু
এই বছরের সবচেয়ে বড় হিট ছবি বলা চলে। প্রায় ১৪ বছরের জটিলতা কাটিয়ে ধূমকেতু মুক্তি পায়। গত ১৪ অগাস্ট মুক্তি পায় দেব-শুভশ্রী জুটির শেষ ছবি। যা দেখার জন্য দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ ছিল। ছবির প্রচারেও একাধিক চমক লক্ষ্য করা গিয়েছিল। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির বাজেট ৪ কোটি হলেও তা বক্স অফিসে আয় করেছে ২৮.৭ কোটি। সর্বদা ব্লক ব্লাস্টার হিট ধূমকেতু।

রঘু ডাকাত
পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের রঘু ডাকাত এই বছরের সেপ্টেম্বরে মুক্তি পায়। দেব ও ইধিকার ম্যাজিক ফের দারুণ ছাপ ফেলেছিল দর্শকদের মনে। বহু প্রতীক্ষিত দেবের এই ছবিতে সুপারস্টারকে একেবারে অন্য ভূমিকায় দেখা গিয়েছিল। এই ছবির বাজেট ছিল প্রায় ১২ কোটি আর বক্স অফিসে এই ছবি আয় করেছে ৯ কোটির একটু বেশি। 
 
দ্য একেন: বেনারসে বিভীষিকা
এই বছরের ১৬ মে মুক্তি পায় জয়দীপ মুখোপাধ্যায়ের দ্য একেন: বেনারসে বিভীষিকা। একেন বাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তীর অভিনয় দর্শকদের বরাবরই ভীষণ প্রিয়। এক ছাপোষা বাঙালির তুখোড় বুদ্ধি ও তাঁর গোয়েন্দাগিরি দেখার জন্য দর্শকেরা বার বার হল ভরিয়েছেন। এবারেও সেই একই দৃশ্য দেখা গেল। ৩ কোটি বাজেটের এই সিনেমা বক্স অফিসে আয় করেছে ৭.৪৫ কোটি টাকা। দর্শকদের বিচারেও এই ছবি দারুণ হিট। 

আমার বস
৯ মে মুক্তি পায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আমার বস। এই ছবির মাধ্যমেই বাংলা সিনেমায় বহু বছর পর দেখা গিয়েছিল রাখী গুলজারকে। অফিস কালচারের সঙ্গে কর্মীদের পরিবারকে এক করে দেওয়ার গল্প বলে এই সিনেমা। রাখী গুলজারের সঙ্গে এই ছবিতে ছিলেন শিবপ্রসাদ, শ্রাবন্তী, গৌরব চট্টোপাধ্যায়, সৌরসেনী, শ্রুতি দাস সহ আরও অনেকে। ৮০ লক্ষ টাকার বাজেটের এই ছবি বক্স অফিসে আয় করেছে ৪.৮০ কোটি। দর্শকদের বিচারে, এই ছবির গল্পে জোর ছিল। 

Advertisement

কিলবিল সোসাইটি
এই বছরের এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি কিলবিল সোসাইটি। যেটি হেমলক সোসাইটির সিক্যুয়েল। তবে হেমলক যেভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল, কিলবিল সোসাইটি সেই স্থান নিতে পারেনি। ৪ কোটি বাজেটের এই ছবি বক্স অফিসে আয় করেছে ৩ কোটি মতো। একাধিক বক্স অফিসের রিপোর্ট বলছে, এই ছবি ফ্লপ। 

পুরাতন
পরিচালক সুমন ঘোষের পুরাতন ছবিতে বহু বছর পর বাংলা ছবিতে কামব্যাক করেন শর্মিলা ঠাকুর। ঋতুপর্ণা ঘোষ ও ইন্দ্রনীল সেনগুপ্তের এই ছবি একটু বয়স্ক মানুষদের মনকে ছুঁয়ে গিয়েছিল। তবে সিনেমা হল ভরিয়েছেন নতুন প্রজন্মের লোকেরাও। এক কোটির বাজেটের এই ছবি ১.৫২ কোটি আয় করে বক্স অফিসে। দর্শকেরা এই ছবিকে দারুণ ভালোবাসা দিয়েছেন।  

সত্যি বলে সত্যি কিছু নেই
বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল সৃজিতের সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি। একাধিক তারকাদের নিয়ে তৈরি ই সিনেমা একটু অন্যরকমের ছিল। ১ কোটি টাকা বাজেটের এই ছবি বক্স অফিসে আয় করেছিল ১.৮৯ কোটি। যদিও বেশ কিছু বক্স অফিস রিপোর্ট মতে, এই ছবিও ফ্লপ।  

সোনার কেল্লা যখের ধন
কোয়েল-পরমব্রত ও গৌরব চক্রবর্তীর জুটির এই ছবি দর্শকেরা বেশ পছন্দ করেছিল। ‘যকের ধন’ ফ্র্যাঞ্চাইজির এই ছবি বেশ ভাল ফল করে বক্স অফিসে। পরিচালক সায়ন্তন ‘সোনার কেল্লায় যকের ধন’-এর চিত্রনাট্যটা বেশ গেঁথেছেন। ১.২০ কোটির এই ছবি বক্স অফিসে ২ কোটি মতো আয় করে। 


 

POST A COMMENT
Advertisement