Prajakta Koli: প্রাজক্তার গালে KISS হবু বরের, হাতভর্তি মেহেন্দি, কবে বিয়ে?

Prajakta Koli: 'মোস্টলি সেন' নামে সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে জনপ্রিয় প্রাজক্তা কোলী। কনটেন্ট ক্রিয়েটার হিসাবে উত্থান হলেও প্রাজক্তা এরপর ওয়েব সিরিজ ও বড়পর্দাতেও অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন। এবার সেই প্রাজক্তা তাঁর জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন।

Advertisement
প্রাজক্তার গালে KISS হবু বরের, হাতভর্তি মেহেন্দি, কবে বিয়ে?কবে বিয়ে প্রাজক্তার?
হাইলাইটস
  • 'মোস্টলি সেন' নামে সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে জনপ্রিয় প্রাজক্তা কোলী।

'মোস্টলি সেন' নামে সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে জনপ্রিয় প্রাজক্তা কোলী। কনটেন্ট ক্রিয়েটার হিসাবে উত্থান হলেও প্রাজক্তা এরপর ওয়েব সিরিজ ও বড়পর্দাতেও অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন। এবার সেই প্রাজক্তা  তাঁর জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন। ২৫ ফেব্রুয়ারি প্রাজক্তা বিয়ে করছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে। 

প্রাজক্তা বিয়ে করছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক বৃষাঙ্ক খানালের সঙ্গে। প্রাজক্তার প্রি-ওয়েডিং সেরিমনি শুরু হয়ে গিয়েছে। ২৩ ফেব্রুয়ারি প্রাজক্তার মেহেন্দি ছিল। তিনি তাঁর বিয়ের আগের সব অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে প্রাজক্তাকে লাল রঙের প্রিন্টেড কুর্তিতে দেখা গিয়েছে। তিনি বৃষাঙ্কের নামে মেহেন্দি লাগিয়েছেন হাতে। প্রাজক্তা হাতে খুব ভারী মেহেন্দি লাগিয়েছেন। হাতের মেহেন্দি ফ্লন্ট করছেন প্রাজক্তা। তবে একা অভিনেত্রী নন, বৃষাঙ্কও হাতে মেহেন্দি লাগান। দীর্ঘদিনের প্রেম পরিণতি পাচ্ছে, তাই স্বাভাবিকভাবেই খুশি প্রাজক্তা-বৃষাঙ্ক।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prajakta Koli (@mostlysane)

একটা ছবিতে প্রাজক্তার গালে চুমু খাচ্ছেন বৃষাঙ্ক। একে-অপরের বাহুলগ্না। দুজনেই খুব খুশি নিজেদের এই নতুন জীবন নিয়ে। বহুদিন ধরেই সম্পর্কে আছেন তাঁরা। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিক ভাবে বৃষঙ্ক প্রপোজ করেন প্রাজক্তাকে। তাঁদের সর্ম্পককে নিয়ে যান নতুন ধাপে। এবার আরও এক ধাপ এগিয়ে সামাজিক স্বীকৃতি দিয়ে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। আগামী ২৫ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধবেন তাঁরা। এই সম্পর্ক নিয়ে দুই পরিবারও খুব খুশি। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prajakta Koli (@mostlysane)

প্রাজক্তা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পা জমিয়ে ফেললেও বৃষাঙ্ক কিন্তু বিনোদন জগতের নন। তিনি একজন আইনজীবী। বৃষাঙ্ক নেপালের বাসিন্দা। অর্থাৎ প্রাজক্তা নেপালের বউ হতে চলেছেন। প্রাজক্তা কোলি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা অভিনেত্রী হওয়ার আগে থেকেই তাঁদের এই সম্পর্ক। জানা গিয়েছে প্রাজক্তার প্রেমিক তথা হবু স্বামী নেপালের কাঠমাণ্ডুর ছেলে। এক কমন বন্ধুর মাধ্যমে আলাপ হয় তাঁদের। গণেশ পুজোয় প্রথমবার তাঁরা একে অন্যকে দেখেছিলেন। সেই থেকেই সর্ম্পকে রয়েছেন তাঁরা।

Advertisement

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি প্রাজক্তা অভিনয় জগতেও নিজের জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। প্রাজক্তাকে দেখা গিয়েছে বরুণ ধাওয়ানের ছবি যুগ যুগ জিও-তে। এছাড়াও মিসম্যাচ সিজন ৩-এও প্রাজক্তাকে অভিনয় করতে দেখা যায়।   

 

POST A COMMENT
Advertisement