scorecardresearch
 

70th National Film Awards Winners List: 'ব্রহ্মাস্ত্র'-এ সেরা অরিজিত্‍, তালিকায় একাধিক বাঙালি, জাতীয় পুরস্কারে বাংলার জয়জয়কার

National Film Awards 2024: দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সম্মান মনে করা হয় এই পুরস্কারকে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে,  জানানো হয়েছে কাদের মাথায় এবার উঠল বিজয়ীর শিরোপা৷

Advertisement
অরিজিৎ - কৌশিক (ছবি:ফেসবুক) অরিজিৎ - কৌশিক (ছবি:ফেসবুক)

আজ অর্থাৎ শুক্রবার ঘোষণা হল ৭০ তম জাতীয় চলচ্চিত্র (70th National Film Awards) পুরস্কারের বিজয়ীদের নাম। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সম্মান মনে করা হয় এই পুরস্কারকে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে,  জানানো হয়েছে কাদের মাথায় এবার উঠল বিজয়ীর শিরোপা৷

এবার সেই সব ছবিকে এই পুরস্কার দেওয়া হয়েছে, যেগুলিকে ফিল্ম সেন্সর বোর্ড থেকে ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২-র মধ্যে সেন্সর সার্টিফিকেট পেয়েছে। জেনে নিন, কারা পেলেন সেরার সেরা পুরস্কারগুলি National Film Awards Winners)। 

৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের নাম 

* সেরা ফিচার ছবি: আতম (মালয়ালম)

* সেরা জনপ্রিয় ছবি – কান্তারা

* সেরা হিন্দি ছবি - গুলমোহর

* সেরা বেঙ্গলি ছবি- কাবেরী অন্তর্ধান (কৌশিক গঙ্গোপাধ্যায়)

* সেরা তেলুগু ছবি- কার্তিকে  ২

* সেরা তামিল ছবি- পোন্নিয়ান সেলভান (পার্ট ১)

* সেরা কন্নড় ছবি- কেজিএফ চ্যাপ্টার ১

* স্পেশাল মেনসন- গুলমহর (মনোজ বাজপেয়ী) এবং কাধিকান (মালয়লম) 

* সেরা মেকআপ- অপরাজিত (সোমনাথ কুণ্ডু)

* সেরা গায়ক- অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র, কেশরিয়া)

* সেরা গায়িকা: বোম্বে জয়শ্রী

* সেরা মিউজিক ডিরেক্টর (গান)- প্রীতম (ব্রহ্মাস্ত্র) 

* সেরা মিউজিক ডিরেক্টর (ব্যাকগ্রাউন্ড মিউজিক)- এ.আর.রহমান (পোন্নিয়ান সেলভান) 

* সেরা ফিল্ম ক্রিটিক অ্যাওয়ার্ড- দীপক দুয়া

* সেরা বুক অন সিনেমা- কিশোর কুমার (লেখক অনিরুদ্ধ ভট্টাচার্য)

* সেরা মিউজিক ডিরেক্টর- ফুরসত (বিশাল ভরদ্বাজ)

* সেরা পরিচালনা- সুরাজ বরজাতি (হাইটস)

Advertisement

* সেরা অভিনেতা (মুখ্য চরিত্র)- ঋষভ শেট্টি (কান্তারা) 

* সেরা অভিনেত্রী (মুখ্য চরিত্র): নিথ্যা মেনেন (থিরুচিত্রম্বলম)

* সেরা প্রোডাকশন ডিজাইন- আনন্দ আঢ্য (অপরাজিত)  

 

Advertisement