পা পিছলে পড়লেন জিতেন্দ্রমুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। আর এরই মাঝে বিপত্তি ঘটল আর এক বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে। আসলে ১০ নভেম্বর মুম্বইয়ে জারিন খানের স্মরণ সভায় আসতে গিয়ে ৮৩ বছরের জিতেন্দ্র আচমকাই হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যান। যে ভিডিও ভাইরাল সোশ্যাল দুনিয়ায়। এখন কেমন আছেন অভিনেতা ?
সোমবার ছিল অভিনেত্রী-মডেল তথা হৃত্বিক রোশনের শাশুড়ি জারিন খানের স্মরণ সভা। যেখানে ঢুকতে গিয়ে টাল সামলাতে না পেরে জিতেন্দ্র পড়ে যান মাটিতে। আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে এসে অভিনেতাকে তুলে ধরেন। তবে জিতেন্দ্র পড়ে গিয়ে সেভাবে কোনও আঘাত পাননি। সুস্থই আছেন অভিনেতা। অভিনেতার পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি, পায়জামা ছিল। পড়ে গিয়ে নিজেকে সঙ্গে সঙ্গে সামলেও নেন তিনি।
তবে তাঁর এই পড়ে যাওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্যের খবর নিতে অনেকেই সেই ভাইরাল ভিডিওতে জিজ্ঞেস করেছেন যে তিনি সুস্থ আছেন কিনা। বর্তমানে একদিকে যখন ধর্মেন্দ্র এবং প্রেম চোপড়া হাসপাতালে চিকিৎসাধীন, তখন জিতেন্দ্রর এভাবে পড়ে যাওয়ায় অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে জিতেন্দ্রর ছেলে তুষার কাপুর জানিয়েছেন যে তাঁর বাবা একদম ভাল আছেন, সুস্থ আছেন।
বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে মঙ্গলবার সকাল থেকেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুজব। কেউ বলছিলেন, অভিনেতার অবস্থা আশঙ্কাজনক, কেউ বা মৃত্যুর খবরও ছড়িয়ে দেন। তবে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে ধর্মেন্দ্র জীবিত রয়েছেন এবং তাঁর চিকিফসা চলছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৮৯ বছর বয়সি ধর্মেন্দ্রকে গত সপ্তাহে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের অভিযোগে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল এবং ১০ নভেম্বর থেকে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। সোমবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে পৌঁছে যান। ধর্মেন্দ্রর স্ত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী, দুই ছেলে সানি ও ববি দেওল, নাতি করণ ও রাজবীর— সকলেই হাসপাতাল পরিদর্শনে যান। পরে হেমা মালিনীও সোশ্যাল মিডিয়ায় একটি আপডেট দিয়ে লেখেন, 'ধরমজি এখন পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা ক্রমাগত নজর রাখছেন। আমরা সবাই তাঁর পাশে রয়েছি। সকলে তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।'