A R Rahman Kolkata Concert: কলকাতায় এ আর রহমানের জানুয়ারি কনসার্ট হঠাত্‍ বাতিল, টিকিটও ফেরত দিচ্ছে, পরে হবে?

A R Rahman Wonderment Tour Kolkata Concert: শহরবাসী মুখিয়ে বসেছিল, জানুয়ারির শীতের সন্ধ্যায় জমিয়ে উপভোগ করবেন শিল্পীর কনসার্ট। তবে এবার সে গুড়ে বালি। পিছিয়ে যাচ্ছে এআর রহমানের কনসার্ট। এবার আর শীতের হাওয়ায় নয়, চৈত্রর তপ্ত গরমে সামিল হতে হবে এই অনুষ্ঠানে।  

Advertisement
কলকাতায় এ আর রহমানের জানুয়ারি কনসার্ট হঠাত্‍ বাতিল, টিকিটও ফেরত দিচ্ছে, পরে হবে? এ আর রহমানে

প্রায় ১৩ বছর পরে কলকাতায় আসার কথা ছিল এআর রহমানের। নতুন বছর হত এগিয়ে আসছে, শিল্পীর ভক্তদের উন্মাদনার পারদ চড়ছিল। শহরবাসী মুখিয়ে বসেছিল, জানুয়ারির শীতের সন্ধ্যায় জমিয়ে উপভোগ করবেন শিল্পীর কনসার্ট। তবে এবার সে গুড়ে বালি। পিছিয়ে যাচ্ছে এআর রহমানের কনসার্ট। এবার আর শীতের হাওয়ায় নয়, চৈত্রর তপ্ত গরমে সামিল হতে হবে এই অনুষ্ঠানে।  

১১ জানুয়ারি বিকেল ৫টা থেকে অ্যাকোয়াটিকাতে টানা ৫ ঘণ্টার এআর রহমানের 'ওয়ান্ডারমেন্ট ট্যুর'-র মাধ্যমে শহরের উষ্ণতা বাড়ার কথা ছিল। কিন্তু হঠাৎই বাতিল হল সেই অনুষ্ঠান। টিকিটিং প্ল্যাটফর্ম ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো-তে পাওয়া তথ্য অনুযায়ী, ১১ এপ্রিল বিকেল ৫টায় শুরু হবে এই অনুষ্ঠান। তবে নতুন ভেন্যু এখনও জানা যায়নি। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RhythmBox (@rhythmboxindia)

 

সোমবার টিকিট ক্রেতাদের কাছে ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো থেকে পাঠানো একটি অফিসিয়াল ইমেলে বলা হয়েছে, "দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর এ.আর. রহমান লাইভ ইন কলকাতা-এর জন্য আপনার বুকিং সংক্রান্ত নিম্নলিখিত আপডেটটি রয়েছে: দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর |এ.আর. রহমান লাইভ ইন কলকাতা অনুষ্ঠানটি ১১ এপ্রিল ২০২৬-এ পুনঃনির্ধারিত করা হয়েছে। আপনি যদি পুনঃনির্ধারিত অনুষ্ঠানে উপস্থিত হতে না পারেন, তাহলে আপনি ৩০শ জানুয়ারি সন্ধ্যা ৬টার আগে এই লিঙ্কের মাধ্যমে আপনার টিকিট হস্তান্তর করতে পারেন অথবা রিফান্ডের জন্য আবেদন করতে পারেন। আরও বিস্তারিত জানতে, অনুগ্রহ করে আপনার ইমেল দেখুন। এই বুকিং সংক্রান্ত কোনও সহায়তার প্রয়োজন হলে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন।" 

হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, কেন আপাতত বাতিল হল কিংবদন্তির কনসার্ট? এখনও সেই প্রশ্নের উত্তর মেলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা শুরু করেছেন, তাহলে কি সম্প্রতি শহরের বুকে ঘটে যাওয়া মেসি কাণ্ডের জন্যই এই সিদ্ধান্ত বদল? এবিষয়ে কোনও তথ্য এখনও দেয়নি এআর রহমানের টিম উদ্যোক্তারা। ২০০৩ সালে 'ইউনিটি অফ লাইট কনসার্ট' ছিল কলকাতায় রহমানের প্রথম শো। এর ১০ বছর পর ২০১৩ সালে সল্টলেক স্টেডিয়াম দেখেছে 'রহমানইশক'। সব ঠিক থাকলে, ২০২৬ সালে কলকাতা রহমানের হ্যাটট্রিক শো দেখবে।

Advertisement

প্রসঙ্গত, 'মোৎজার্ট অফ মাদ্রাস' শুরু করেছেন 'দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর', যা বিশ্বব্যাপী এক কনসার্ট সিরিজ। দারুণ ভিজ্যুয়াল, অর্কেস্ট্রার আয়োজন এবং বিশেষ অতিথিদের উপস্থিতিতে এই কনসার্ট এখন বেশ চর্চায়। 'দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর' চলতি বছর উত্তর আমেরিকার দর্শকদের মোহিত করেছে। ২০২৬ সালের শুরুতে ভারত ও মধ্যপ্রাচ্যের সফরের কথা ঘোষণা করেন রহমান। আবু ধাবি, চেন্নাই, আহমেদাবাদ, কলকাতা এবং দেশের আরও কয়েকটি শহরে অনুষ্ঠান করবেন তিনি। 

 

POST A COMMENT
Advertisement