বলিউডের অন্যতম হেভিওয়েট তারকা দম্পতি অভিষেক এবং ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদের জল্পনা গত কয়েক মাস ধরেই চলছে। এমন আবহে এবার প্রকাশ্যে এল এমন একটি খবর, যা এই জল্পনা আরও জোরালো করল। ১৫ কোটি টাকায় মুম্বইয়ে ৬টি অ্যাপার্টমেন্ট কিনলেন অভিষেক। তা হলে বচ্চন পরিবারে চিড় ধরেছে? আলাদা থাকবেন অভিষেক? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিনে দুনিয়ায়। যদিও কী কারণে অভিষেক ফ্ল্যাট কিনলেন, তা এখনও স্পষ্ট নয়।
বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক কোন খাতে বইছে, এই নিয়ে জোরদার আলোচনা চলছে সর্বত্র। গত কয়েক মাস ধরেই এই গুঞ্জনে ভাসছে বলিপাড়া। এর মধ্যে শোনা গিয়েছিল, কন্যাকে নিয়ে নাকি আলাদা থাকছেন ঐশ্বর্য। আবার এক অনুষ্ঠানে অভিষেকের আঙুলে বিয়ের আংটি না দেখতে পাওয়াতে এই জল্পনা আরও জল-হাওয়া পেয়েছিল। তার মধ্যে প্রকাশ্যে আসে যে, একটি বাংলো কন্যা শ্বেতার নামে লিখে দিয়েছেন অমিতাভ।
যদিও অভিষেক এবং ঐশ্বর্যের বিচ্ছেদের জল্পনার মধ্যে বিবাহবার্ষিকীতে অভিষেকের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। কন্যা আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে সপরিবারে দেখা গিয়েছিল বচ্চনদের। সেই সময় বিচ্ছেদের জল্পনা খানিকটা থিতু হয়েছিল। তবে এবার অভিষেকের ফ্ল্যাট কেনার খবর নতুন করে চর্চা বাড়ালো।
জানা গিয়েছে, মুম্বইয়ের বোরিভালি এলাকায় ১৫.৪২ কোটি টাকায় ৬টি ফ্ল্যাট কিনেছেন অভিষেক। বোরিভালি ইস্টের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের ধারে ওই বহুতলের ৫৭ তলায় ফ্ল্যাট কিনেছেন অভিষেক।
মা-বাবার সঙ্গে 'জলসা'-য় নিজের বাড়িতেই থাকেন অভিষেক। তবে কী কারণে তিনি নতুন ফ্ল্যাট কিনলেন, তা এখনও স্পষ্ট নয়। আর এতেই শুরু হয়েছে জল্পনা।