সাইনা চট্টোপাধ্যায়বাবা অভিষেক চট্টোপাধ্যায় ছিলেন টলিউডের জনপ্রিয় নায়ক। আর তাঁর মেয়ে সাইনাও যে অভিনয়ে আসবেন, এটা জানা কথাই ছিল। 'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালের মাধ্যমে ছোটপর্দায় ডেবিউ করেন সাইনা। আর এই সিরিয়ালের পর কনে দেখা আলো সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয়। রোজই চলছে মেগা ধারাবাহিকের শ্যুটিং। আর শ্যুটিংয়ের ফাঁকেই বোর্ড পরীক্ষার প্রস্তুতি সারছে সাইনা। পড়াশোনায় কোনওভাবেই ফাঁকি নয়।
এই সিরিয়ালে সাইনার চরিত্রটি একেবারে অন্য। তার বয়সের তুলনায় একটু বেশি বড় দেখানো হয়েছে তাঁকে। ধারাবাহিকে অভিষেক-কন্যার চরিত্রের নাম লাজবন্তী অর্থাৎ লাজু। শাঁখা-পলা, সিঁদুর, শাড়িতে একেবারে পাকা গিন্নি। ১৫ বছর বয়স সাইনার। এখনও স্কুলের গণ্ডি পেরোয়নি। তবে সাইনা স্কুলে যায় না। এক্ষেত্রে ‘হোমস্কুলিং’কেই বেছে নিয়েছেন মা সংযুক্তা।
আসলে অভিনয় ও পড়াশোনা দুটোই যাতে চালিয়ে যেতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত। মাস দুয়েক পরেই সাইনার ক্লাস টেনের বোর্ডের পরীক্ষা। তারওপর শ্যিটিংয়ের চাপ। সেটেই চলছে পড়াশোনা। সেই ছবি সাইনা তার সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছে। যেখানে তাকে লাজুর সাজেই দেখা গিয়েছে, মন দিয়ে পড়াশোনা করছেন অভিষেক-কন্যা। জানা গিয়েছে, প্রতিদিন ১২-১৪ ঘণ্টা শ্যুটিং করেও প্রতিটি শটের মাঝে স্ক্রিপ্ট মুখস্থ করার পাশাপাশি বই আর ট্যাবে মুখ গুঁজে পড়াশোনা করে সে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছে সে। ছবির ক্যাপশনে লেখা, ‘লাজবন্তীর চরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গে পড়াশোনাও করছি। IGCSE পরীক্ষার প্রস্তুতি চলছে। আমাদের জীবনে তো একসঙ্গে অনেক কিছু চলতেই থাকে।’
'কনে দেখা আলো' দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন সাইনা চট্টোপাধ্যায়। লাজু অর্থাৎ লাজবন্তীর চরিত্র নিয়ে এখন প্রশংসার বন্যা। এমনকী দর্শকের থেকে এতটাই ভালোবাসা পেয়েছে লাজু চরিত্রটি যে, সেভাবে ধারাবাহিকের আরেক নায়িকা বনলতা ওরফে নন্দিনী দত্তকে দেখানোই হচ্ছে না। ২০১০ সালের ৯ মে জন্ম সাইনার। তাঁর প্রথম কাজ ছিল ‘অনুরাগের ছোঁয়া’। সেখানে রূপা চরিত্রটির মধ্য বয়সে দেখা গিয়েছিল তাঁকে। তবে মাসখানেকই কাজ করেন সাইনা সেই সিরিয়ালে। এরপরই আসে কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগ।