Fatafati Trailer: বডি শেমিং নিয়ে এ কী বললেন ঋতাভরী! দেখুন

Fatafati Trailer: মধুর ভাণ্ডারকরের ফ্যাশন ছবিতে দেখানো হয়েছিল মডেলদের জীবন কতটা সংঘর্ষপূর্ণ হয়ে থাকে। এবার প্লাস সাইজ মডেলদের নিয়ে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের পরবর্তী সিনেমা ফাটাফাটি। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। তাঁকে এই সিনেমার জন্য বাড়াতে হয়েছিল ২০ কেজি ওজন। সম্প্রতি এই সিনেমার জমজমাট ট্রেলার সামনে এল।

Advertisement
বডি শেমিং নিয়ে এ কী বললেন ঋতাভরী! দেখুনট্রেলার লঞ্চ হল ফাটাফাটি সিনেমার
হাইলাইটস
  • মধুর ভাণ্ডারকরের ফ্যাশন ছবিতে দেখানো হয়েছিল মডেলদের জীবন কতটা সংঘর্ষপূর্ণ হয়ে থাকে।
  • এবার প্লাস সাইজ মডেলদের নিয়ে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের পরবর্তী সিনেমা ফাটাফাটি।
  • যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে।

মধুর ভাণ্ডারকরের ফ্যাশন ছবিতে দেখানো হয়েছিল মডেলদের জীবন কতটা সংঘর্ষপূর্ণ হয়ে থাকে। এবার প্লাস সাইজ মডেলদের নিয়ে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের পরবর্তী সিনেমা ফাটাফাটি। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। তাঁকে এই সিনেমার জন্য বাড়াতে হয়েছিল ২০ কেজি ওজন। সম্প্রতি এই সিনেমার জমজমাট ট্রেলার সামনে এল। ট্রেলার দেখেই বোঝা যাবে যে সিনেমার গল্প ঠিক কোনদিকে মোড় নেবে। এই প্রথমবার বড়পর্দায় আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ঋতাভরী। ইতিমধ্যেই এই ট্রেলার নজর কেড়েছে সকলের। 

 

আরও পড়ুন: Ritabhari Chakraborty- Fatafati Song: কীভাবে স্বপ্ন বোনেন ঋতাভরী? চমকের গানে আবেগমাখা মুহূর্তের ঝলক

‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' এবং 'বাবা বেবি ও..' সিনেমার পর অরিত্রর তৃতীয় ছবি ফাটাফাটি। ছবির গল্প আবর্তিত হয়েছে ফুল্লরা ভাদুড়ি নামের এক মহিলাকে কেন্দ্র করে। ফুল্লরা হলেন মফঃস্বলের এক মহিলা দর্জি। যিনি খুব সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক তৈরি করতে পারেন। কিন্তু অন্যদের সে সুন্দর করে সাজিয়ে তুললেও ভারি চেহারা হওয়ার কারণে সকলের হাসির পাত্রী হয়ে ওঠে সে নিজেই। ছবিতে এই ফুল্লরার চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী। ছবির ট্রেলারেই স্পষ্ট যে চেহারা ভারী হলে তাঁরা অংশ নিতে পারেন না কোনও ফ্যাশনের সঙ্গে। 

এই সিনেমায় দেখানো হবে কীভাবে মোটা মানুষেরা বডি শেমিংয়ের শিকার হয়ে থাকেন। চেহারা ভারী হলে সব ধরনের পোশাক পরা যায় না। শুধু তাই নয়, মাঝে মধ্যে বাড়ির লোকদের কাছেও শুনতে হয় ভৎসনা। ছবিতে ঠিক যেমনটা শুনতে হয়েছে ঋতাভরী অভিনীত চরিত্র ফুল্লরাকে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত এই সিনেমায় অভিনয় করার জন্য অভিনেত্রীকে বাড়াতে হয়েছিল ২০ কেজি ওজন। আসলে মোটা বা রোগা যে যেমন চেহারারই হোক না কেন, প্রত্যেকেরই স্বপ্ন থাকে ফ্যাশন দুনিয়ায় নিজেদেরকে প্রমাণ করার। কিন্তু ভাগ্যে জোটে শুধুই কটাক্ষ। সেই কটাক্ষের যোগ্য় জবাব দিয়ে ফুল্লরা কীভাবে একজন প্লাস সাইজের মডেল হয়ে উঠলেন, সেই বার্তাই দেওয়া হয়েছে ছবিতে। এই সিনেমায় স্বস্তিকা দত্ত একজন গ্ল্যামারস মডেলের চরিত্রে অভিনয় করেছেন। 

Advertisement

 

আরও পড়ুন: Ritabhari Chakraborty: স্লিম থেকে প্লাস সাইজ, 'মোটা' হওয়ার সফর কেমন? শেয়ার করলেন ঋতাভরী

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় প্রযোজিত ‘ফাটাফাটি’ ছবির সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অমিত চট্টোপাধ্যায়। ছবিতে শোনা যাবে, চমক হাসান, জাভেদ আলি, অন্বেষা দত্তগুপ্ত, অনন্যা ভট্টাচার্য, শুচিস্মিতা চক্রবর্তী, পারমিতা ও পৌষালি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির দুটি গান। ছবির ট্রেলার লঞ্চের দিন আবীর চট্টোপাধ্যায় বলেন, এই সিনেমার সফরের অভিজ্ঞতা খুবই সুন্দর। এই সিনেমায় আমার যে মধ্যবিত্ত পুরুষের চরিত্রটি তা খুব কাছের। এই সিনেমায় সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। আশা রাখব দর্শকদের ভালো রাখবে সিনেমাটি। ঋতাভরীর কাছে এই সিনেমা তাঁর কেরিয়ারের মোড় ঘোরানো সিনেমা হিসাবে প্রমাণিত হবে বলে মনে করছেন। 

 

POST A COMMENT
Advertisement