scorecardresearch
 

Prosenjit Chatterjee: হাতে মাত্র দুটি বাংলা ছবি, মুম্বইয়ে যাতায়াত বেড়েছে প্রসেনজিতের, এবার শুধুই বলিউড?

Prosenjit Chatterjee: টলিউড তথা বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত বছর প্রসেনজিতের কাবেরী অন্তর্ধান, শেষ পাতা ও দশম অবতার দারুণভাবে প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে। বছরের গোড়াতেই দেব যেমন তাঁর নতুন সিনেমার ঘোষণা করে চমক দিয়েছিলেন, প্রসেনজিৎকে সেরকম কিছুই করতে দেখা যায়নি।

Advertisement
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • টলিউড তথা বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

টলিউড তথা বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত বছর প্রসেনজিতের কাবেরী অন্তর্ধান, শেষ পাতা ও দশম অবতার দারুণভাবে প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে। বছরের গোড়াতেই দেব যেমন তাঁর নতুন সিনেমার ঘোষণা করে চমক দিয়েছিলেন, প্রসেনজিৎকে সেরকম কিছুই করতে দেখা যায়নি। চলতি বছরে প্রসেনজিৎকে কোন কোন সিনেমায় দেখতে পাওয়া যাবে তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল তুঙ্গে।

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত প্রসেনজিৎ ও ঋতুপর্ণার ৫০তম জুটির ছবি অযোগ্য-এর শ্যুটিং শেষ হয়েছে। টলিপাড়া সূত্রের খবর, এই ছবিটি বাংলা নববর্ষের সময় মিক্তি পেতে পারে। অপরদিকে শুভ্রজিৎ মৈত্রের দেবী চৌধুরানি ছবির শ্যুটিংও পুরুলিয়ায় শুরু হয়েছে। যেখানে শ্রীবন্তী চট্টোপাধ্যায় শ্যুটিং শুরু করলেও প্রসেনজিৎকে এখনও দেখা যায়নি। শোনা যাচ্ছে, ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিতের শ্যুটিং শুরু হতে পারে মার্চ মাস থেকে। এছাড়াও তাঁর ‘ডাক্তার কাকু’ এবং ‘সাজঘর’ ছবি দু’টির ডাবিং বাকি রয়েছে।

এগুলি ছাড়া এখনও পর্যন্ত চলতি বছরে প্রসেনজিতের কোনও বাংলা ছবির ঘোষণা হয়নি। টলিপাড়ায় কান পাতলে অবশ্য অন্য কথা শোনা যাচ্ছে। সূত্রের দাবি, গত বছরে জুবিলি এবং স্কুপ ওয়েব সিরিজের মাধ্যমে প্রসেনজিৎ নিজেকে জাতীয়স্তরে প্রমাণ করতে সফল হয়েছেন। তাই এখন খুব বেছে বেছে কাজ করছেন। তারই মধ্যে শোনা গিয়েছে, প্রসেনজিৎ মুম্বইও যাচ্ছেন ঘন ঘন। এখন নাকি তিনি হিন্দি প্রজেক্টের চিত্রনাট্য পড়তে বেশি সময় দিতে চান। বাংলায় মনোমতো প্রজেক্টের প্রস্তাব এলেই তিনি রাজি হবেন। ঘনিষ্ঠ সূত্রের খবর, জুবিলির দ্বিতীয় সিজনের কাজ শুরু হয়েছে। তবে সেই সিজনেও প্রসেনজিৎ রয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। আবার গত বছর পরিচালক প্রদীপ সরকারের প্রয়াণের পর শোনা গিয়েছিল, প্রয়াত পরিচালকের চিত্রনাট্যে কঙ্গনা রানাউতকে নিয়ে নটী বিনোদিনীর বায়োপিক পরিচালনা করতে পারেন প্রসেনজিৎ। তবে তা নিয়ে প্রসেনজিৎ নিজে কোনও কথা বলেননি। 

আরও পড়ুন

Advertisement

অপরদিকে চলতি বছরের পুজোয় সৃজিতের টেক্কা আসছে। যেখানে দেব ও রুক্মিণী রয়েছেন। ফলে প্রসেনজিৎকে পুজোতে দেখা যাবে না তা স্পষ্ট। চলতি বছরে প্রসেনজিৎকে আদৌও কোনও সিনেমায় দেখতে পাওয়া যাবে কিনা, তা সময়ই বলে দেবে। 


 

Advertisement