Hiran Chatterjee Daughter: 'তুমিই আমার হিরো,' বাবার বিয়ে দেখে হিরণের মেয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট VIRAL

Hiran Chatterjee Daughter: বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। মঙ্গলবার হঠাৎ করেই নেটপাড়ায় বিধায়কের বিয়ের ছবি ঘিরে শোরগোল শুরু হয়। সেই ছবি থেকেই জানা যায়, ঋতিকা গিরি নামে তরুণীকে বিয়ে করেছেন হিরণ। এই ছবি সামনে আসতেই হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা স্পষ্ট জানান যে তাঁদের ডিভোর্স হয়নি।

Advertisement
'তুমিই আমার হিরো,' বাবার বিয়ে দেখে হিরণের মেয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট VIRALহিরণ চট্টোপাধ্যায়ের মেয়ের প্রতিক্রিয়া
হাইলাইটস
  • বাবার এমন কীর্তিতে মেয়ে নিয়াসার খারাপ লেগেছে বলেই জানিয়েছেন মা অনিন্দিতা।

বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। মঙ্গলবার হঠাৎ করেই নেটপাড়ায় বিধায়কের বিয়ের ছবি ঘিরে শোরগোল শুরু হয়। সেই ছবি থেকেই জানা যায়, ঋতিকা গিরি নামে তরুণীকে বিয়ে করেছেন হিরণ। এই ছবি সামনে আসতেই হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা স্পষ্ট জানান যে তাঁদের ডিভোর্স হয়নি। হিরণের স্ত্রী এও জানিয়েছেন যে এই ঘটনা সামনে আসার পর সবচেয়ে আঘাত পেয়েছে বিধায়কের ১৯ বছরের মেয়ে নিয়াসা। আর এই অশান্ত বাতাবরণের মাঝেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন হিরণ-কন্যা। 

বাবার এমন কীর্তিতে মেয়ে নিয়াসার খারাপ লেগেছে বলেই জানিয়েছেন মা অনিন্দিতা। আর এরই মাঝে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিলেন হিরণ-কন্যা। মা অনিন্দিতা ও আদরের পোষ্যের সঙ্গে নিজের একটি ভিডিও পোস্ট করেন। আর সঙ্গে লেখেন নিজের মনের কথা। নিয়াসা লেখেন, 'বেশ অনেক দিন হলো তো আমরা শুধু দু'জনেই আছি। তোমার প্রতিটি ভূমিকা তুমি তোমার ভালোবাসা, মায়া, স্নেহ দিয়ে পালন করেছো। তুমিই আমার মা, তুমিই আমার বাবা। সব কিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ মা। তুমিই আমার হিরো।'

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অনিন্দিতাকেই মা এবং বাবা হিসাবেই মানেন কন্যা নিয়াসা, তা এই পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন। ১৯ বছরের নিয়াসা এখন সবটাই বুঝতে পারেন। শহরের এক নামজাদা কলেজে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তিনি। মায়ের সঙ্গেই থাকেন হিরণ-কন্যা। অনিন্দিতা জানিয়েছেন যে বাবার কীর্তির কথা সামনে আসার পর মেয়ের সঙ্গে সম্পর্ক একেবারেই ভাল ছিল না। বাবা দশবার ফোন করলে হয়তো একবার ফোন ধরত। অনিন্দিতার দাবি, এখনও তিনি আইনত হিরণের স্ত্রী। আইনত বিচ্ছেদ হওয়ার আগেই ফের বিয়ে করেছেন হিরণ, অভিযোগ অনিন্দিতার। 

নিয়াসা এই খবর জানার পর তাঁর গলা কান্নায় বুজে এসেছিল। এখন মেয়েকে সামলানোই অনিন্দিতার প্রধান লক্ষ্য। মেয়ে নিয়াসার সঙ্গে হিরণের বাবা-মেয়ের সম্পর্ক একটা সময়ে খুব ভালই ছিল। অতীতের বেশ কিছু ছবিতেই তা নজরে পড়ে। মেয়ে নিয়াসাও বাবা অন্ত প্রাণ। অনিন্দিতা জানিয়েছেন এরপর তিনি বড়দের পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ করবেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement