Amitabh Bachchan-Prosenjit: প্রসেনজিৎকে 'বুম্বা' বলে সম্বোধন, 'দেবী চৌধুরানী' মুক্তির আগে বাংলায় শুভেচ্ছা অমিতাভের

Amitabh Bachchan-Prosenjit: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হাল ধরে রেখেছেন যিনি, তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের পাশাপাশি অভিনেতা বলিউডেও নিজের পা জমিয়ে ফেলেছেন। বি-টাউনের অনেক তারকাই এখন প্রসেনজিৎকে একনামেই চেনেন।

Advertisement
প্রসেনজিৎকে 'বুম্বা' বলে সম্বোধন, 'দেবী চৌধুরানী' মুক্তির আগে বাংলায় শুভেচ্ছা অমিতাভেরপ্রসেনজিৎকে শুভেচ্ছা অমিতাভের
হাইলাইটস
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হাল ধরে রেখেছেন যিনি, তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হাল ধরে রেখেছেন যিনি, তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের পাশাপাশি অভিনেতা বলিউডেও নিজের পা জমিয়ে ফেলেছেন। বি-টাউনের অনেক তারকাই এখন প্রসেনজিৎকে একনামেই চেনেন। এবারের পুজোয় মুক্তি পাচ্ছে শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরানী। যেখানে প্রসেনজিৎকে দেখা যাবে ভবানী পাঠকের ভূমিকায়। ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে। আর প্রসেনজিৎকে তাঁর ডাকনামে সম্বোধন করে বাংলায় শুভেচ্ছা জানালেন বিগ বি তথা অমিতাভ বচ্চন। 

আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে দেবী চৌধুরাণী। আর তার আগে ছবির প্রচার ঘিরে সাজো সাজো রব। তারই মধ্যে প্রিয় বুম্বাকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। বিগ বি তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে গোটা গোটা বাংলা অক্ষরে লিখলেন, 'তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক বুম্বা, শুভেচ্ছা।' তবে এর আগেও প্রসেনজিৎকে তাঁর আগাম ছবির জন্য শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে অমিতাভকে। প্রসঙ্গত, বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে প্রসেনজিৎ তথা বুম্বা ছোট থেকেই বাবার সঙ্গে শ্য়ুটিংয়ে যেতেন আর তার ফলে প্রসেনজিৎকে চেনেন না এমন তারকা কমই রয়েছে বলিপাড়ায়।

 

আগামী ২৬ সেপ্টেম্বর পুজোর পর্দায় মাতৃশক্তির জয়ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম নায়ক 'ভবানী পাঠক'। পাল্টা ধন্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনিয়র বচ্চনের পোস্ট শেয়ার করে বুম্বার মন্তব্য, 'আপনার শুভেচ্ছা এবং উৎসাহ শুধু আমার কাছে নয়, পুরো টিমের কাছেই খুব গুরুত্বপূর্ণ, ধন্যবাদ অমিতজি।' সম্প্রতি মুক্তি পেয়েছে 'দেবী চৌধুরানী'র ট্রেলার। সেখানেই ভবানী পাঠক অবতারে নজর কাড়লেন প্রসেনজিৎ। দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী ‘দেবী চৌধুরাণী’র গুরু ‘ভবানী পাঠক’-এর ভূমিকায় লাইমলাইট কেড়ে নিলেন প্রসেনজিৎ।

প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার মুক্তির আগেও প্রসেনজিৎ-এর কাছে শুভেচ্ছা আসে অমিতাভ বচ্চনের কাছ থেকে। দশম অবতারের ট্রেলার ভাগ করে বিগ বি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, বুম্বা, প্রত্যেক বারের মতোই তোমার জন্য শুভকামনা। অমিতাভের কাছে প্রসেনজিৎ যে বুম্বা নামেই বেশি পরিচিত তা বোঝাই গেল। 

Advertisement

POST A COMMENT
Advertisement