Sayak Chakraborty: লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালে সায়ক, ডেইলি ব্লগ কি তবে বন্ধ?

Sayak Chakraborty: সোশ্যাল মিডিয়ার দৌলতে সায়ক চক্রবর্তীকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। সায়কের ব্লগ রীতিমতো জনপ্রিয় নেট দুনিয়ায়। যদিও কেরিয়ারের শুরুটা অভিনেতা করেছিলেন ছোটপর্দা দিয়েই। তবে মাঝে একেবারেই তাঁকে দেখা যাচ্ছিল না।

Advertisement
লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালে সায়ক, ডেইলি ব্লগ কি তবে বন্ধ?চিরসখা সিরিয়ালে কামব্যাক সায়কের
হাইলাইটস
  • সোশ্যাল মিডিয়ার দৌলতে সায়ক চক্রবর্তীকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম।

সোশ্যাল মিডিয়ার দৌলতে সায়ক চক্রবর্তীকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। সায়কের ব্লগ রীতিমতো জনপ্রিয় নেট দুনিয়ায়। যদিও কেরিয়ারের শুরুটা অভিনেতা করেছিলেন ছোটপর্দা দিয়েই। তবে মাঝে একেবারেই তাঁকে দেখা যাচ্ছিল না। আর সেই ফাঁকেই সায়ক শুরু করে দেন তাঁর ব্লগিং, যা দারুণভাবে জনপ্রিয়। তবে এবার সায়কের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক চিরসখা-তে অভিনয় করবেন সায়ক। 

লীনা গঙ্গেপাধ্যায়ের সিরিয়ালে অভিনয় করার স্বপ্ন ছিল সায়কের বহুদিনের। আর এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে অভিনেতার। সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ দাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সায়ককে। তবে এই সিরিয়ালে তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখন বলতে রাজি নন অভিনেতা। এক সংবাদমাধ্যমকে সায়ক জানিয়েছেন যে একেবারে অন্যরকম রূপে দেখা যাবে তাঁকে। যা এর আগে কখনও দেখেননি দর্শক। ফান-লাভিং একটি ছেলের চরিত্রে অভিনয় করবেন সায়ক। যিনি বাড়িতে পা রাখলেই আনন্দের পরিবেশ তৈরি হয়। তবে চরিত্রটা কী, সেটাই সারপ্রাইজ। 

ইন্ডাস্ট্রিতে সায়ক অনেক ছোটবয়স থেকেই অভিনয় করছেন। বহু প্রোডাকশন হাউসেই কাজ করেছেন অভিনেতা কিন্তু লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালে কাজ করার স্বপ্ন দীর্ঘদিনের। আর সেই কারণে ২০১০ সাল থেকে সায়ক লীনা গঙ্গোপাধ্যায়কে মেসেজ করছেন একটা কাজ পাওয়ার জন্য। আর আজ সেই স্বপ্ন পূরণ হল সায়কের। স্বাভাবিকভাবেই ভীষণ খুশি অভিনেতা। তবে লীনা গঙ্গোপাধ্যায়ের একটাই শর্ত ছিল যে সায়ককে অডিশন দিতে হবে। রাজি ছিলেন অভিনেতা। তিন রাউন্ড অডিশনের পরই সায়ক এই চরিত্রটা পান। ইতিমধ্যেই এই সিরিয়ালের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। 

এর আগে ‘করুণাময়ী রানি রাসমনি’ ধারাবাহিকে মহেন্দ্র চরিত্রে নজর কেড়েছিলেন সায়ক। এ বার একেবারে নতুন চরিত্রে নতুন চ্যালেঞ্জ। তবে সিরিয়ালের জন্য তাঁর প্রতিদিনের সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপডেট বন্ধ থাকবে না। সায়ক জানিয়েছেন যে তিনি যেরকম ডেইলি ব্লগ করেন সেটা চালিয়ে যাবেন। দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি তিনি ভাগ করে নেন সকলের সঙ্গে। আর সেটা কোনওভাবেই তিনি থামাবেন না।      

Advertisement

POST A COMMENT
Advertisement