Sayak Chakraborty: কঠিন অসুখে ভুগছেন সায়ক, নিজেই জানালেন রোগের কথা

Sayak Chakraborty: একদিকে ছোটপর্দার চেনা মুখ অপরদিকে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী। যাঁর ডেইলি ভ্লগ দেখার জন্য মানুষ রীতিমতো অপেক্ষা করে থাকেন। সায়কও তাঁর ছোট ছোট মুহূর্তগুলিকে সকলের সঙ্গে শেয়ার করেন।

Advertisement
কঠিন অসুখে ভুগছেন সায়ক, নিজেই জানালেন রোগের কথাসায়ক চক্রবর্তী
হাইলাইটস
  • একদিকে ছোটপর্দার চেনা মুখ অপরদিকে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী।

একদিকে ছোটপর্দার চেনা মুখ অপরদিকে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী। যাঁর ডেইলি ভ্লগ দেখার জন্য মানুষ রীতিমতো অপেক্ষা করে থাকেন। সায়কও তাঁর ছোট ছোট মুহূর্তগুলিকে সকলের সঙ্গে শেয়ার করেন। ডেইলি ভ্লগের পাশাপাশি সায়ক সিরিয়ালেও কাজ করছেন। ফোনের ব্র্যান্ডের মুখও হয়েছেন আবার সম্প্রতি নতুন জমি কেনার স্বপ্ন পূরণ হয়েছে। এত ভাল খবরের মাঝে মন খারাপ করা কথা নিজেই লাইভ করে বললেন সায়ক। যা শুনে তাঁর ভক্ত-অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। 

সায়ককে তাঁর লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে হলুদ রঙের টি-শার্ট ও একই রঙের চশমা পরে থাকতে। গলায় সার্ভিকাল কলার পরা। সায়ক বলেন, আমার একটা সমস্যা রয়েছে স্পন্ডলাইটিসের। আমার অনবরত স্পন্ডলাইটিসের যন্ত্রণা হয় না। মাঝে মাঝে যন্ত্রণা হয়, সেটা ব্যায়াম করলে ঠিক হয়ে যায়। কিন্তু এই ২-৩দিন হল আমি মাথাটা নীচু করলেই বা শুলে মাথাটা ঘুরে যাচ্ছে। সায়ক জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ মতো তিনি দুদিন ধরে ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনও ফল এখনও পর্যন্ত পাননি। তাই এখন সায়ককে গলায় এই বেল্ট পরেই থাকতে হচ্ছে, যা খুবই কষ্টকর ব্যাপার। 

সায়ক এরই সঙ্গে জানিয়েছেন যে তাঁর মাথা ঘোরার পাশাপাশি বমিও পাচ্ছে। আর এই কারণেই সায়ক ভিডিও করতে পারছিলেন না। এর থেকে স্পষ্ট যে সায়কের এই সমস্যা প্রভাব ফেলেছে তাঁর কাজেও। এই ভিডিও পোস্ট করে সায়ক ক্যাপশনে লেখেন, জীবনে হঠাৎ নেমে আসল কঠিন অসুখ। সায়কের এই ভিডিওতে অনেকেই তাঁকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার কথা জানিয়েছেন। কেউ কেউ আবার জানিয়েছেন যে তাঁদেরও এই স্পন্ডলাইটিসের সমস্যা রয়েছে। সব মিলিয়ে সায়ক যে খুব যন্ত্রণার মধ্যে রয়েছেন তা একেবারে স্পষ্ট। তবে এইসবের মধ্যেও ভিডিওতে খুকুর সঙ্গে খুনসুটি করতে ভুললেন না। 

সম্প্রতি সায়ক জানিয়েছেন যে তিনি তাঁর নিজের উপার্জনে নতুন জমি কিনেছেন। সায়ক জানিয়েছেন, ভাড়া বাড়ি থেকে ফ্ল্যাট বাড়ি আর এখন নিজের জমিতে তাঁর বাড়ি বানানোর পালা। বাইপাসের ধারে নতুন জমি কিনেছেন সায়ক। খুব শীঘ্রই সেখানে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করবেন। কিছুদিন আগেই সায়কের দাদা সব্যসাচী ও তাঁর কূটনী বৌদি তথা সুস্মিতার আলাদা হওয়ার খবর সামনে আসে। সায়ক নিজেও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। প্রসঙ্গত, বহু বছর ধরেই সায়ক ইউটিউবে নিজের কনটেন্ট পোস্ট করছেন এবং এখন তিনি দারুণভাবে জনপ্রিয় সোশ্যালে।    

Advertisement

POST A COMMENT
Advertisement