Mimi-Anindya: মিমির ওপর জোর-জুলুম অনিন্দ্যর, রেগে গেলেন নায়িকা? VIDEO

Mimi-Anindya: পুজোর কটা দিন মিমি চক্রবর্তী তাঁর আবাসনের বাইরে একদমই বেরোন না। ষষ্ঠী থেকে দশমী কসবার আবাসনের পুজোতেই তাঁকে দেখা যায়। পুজোর যাবতীয় কাজের পাশাপাশি ধুনুচি নাচ, অঞ্জলি দেওয়া সবটাই করে থাকেন পর্দার সংযুক্তা। আর পুজোর কটা দিন একেবারেই নো ডায়েট চলে মিমির।

Advertisement
মিমির ওপর জোর-জুলুম অনিন্দ্যর, রেগে গেলেন নায়িকা? VIDEOমিমি-অনিন্দ্য
হাইলাইটস
  • পুজোর কটা দিন মিমি চক্রবর্তী তাঁর আবাসনের বাইরে একদমই বেরোন না।

পুজোর কটা দিন মিমি চক্রবর্তী তাঁর আবাসনের বাইরে একদমই বেরোন না। ষষ্ঠী থেকে দশমী কসবার আবাসনের পুজোতেই তাঁকে দেখা যায়। পুজোর যাবতীয় কাজের পাশাপাশি ধুনুচি নাচ, অঞ্জলি দেওয়া সবটাই করে থাকেন পর্দার সংযুক্তা। আর পুজোর কটা দিন একেবারেই নো ডায়েট চলে মিমির। এই সময় সবকিছু ভুলে খেতে ব্যস্ত থাকেন নায়িকা। আর মিমির সবচেয়ে প্রিয় খাবার যেটা, সেটাই জোর করে তাঁকে খাওয়ালেন নায়িকার প্রিয় বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়। 

মিমি ও অনিন্দ্য দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দুজনকেই দেখা যাচ্ছে খাওয়ার টেবিলে বসে রয়েছেন। মিমি পরে রয়েছেন নীল রঙের ঘরোয়া টি-শার্ট, নো মেকআপ লুকস আর অনিন্দ্য পরে রয়েছেন লাল রঙের পাঞ্জাবি। দুজনের সামনে রাখা প্লেট আর পাশে রাখা আছে লুচি ও রসগোল্লা। ভিডিওতে দেখা যাচ্ছে অনিন্দ্য জোর করে মিমিকে রসগোল্লা দিতে চাইছে কিন্তু মিমি অভিনেতার হাত ধরে বলছেন না দিস না। এরপর রসগোল্লা মিমির প্লেটে ঠিকই পড়ে যায় আর সঙ্গে অনিন্দ্য লুচিও দেয় মিমিকে। নায়িকার মুখ দেখে বোঝাই যাচ্ছে মুখে যতই না বলুক তিনি নিজেও এই লুচি-রসগোল্লা খেতে ইচ্ছুক।

 

ব্যস আর কি, লুচিতে রসগোল্লার টুকরো নিয়ে মিমি সোজা তা চালান করে দেন মুখে। অষ্টমীর দিনও মিমিকে দেখা যায় লুচি, ছোলার ডাল, সাদা আলুর তরকারি ও রসগোল্লা দিয়ে খেতে। একাধিক সাক্ষাৎকারে মিমি অকপটে স্বীকার করেছেন যে তিনি লুচির সঙ্গে তরকারি ও রসগোল্লা একসঙ্গে মিশিয়ে খেতে ভাল বাসেন। অষ্টমীর দিনও বরাবরের মতো লুচির সঙ্গে সেই ছোলার ডাল আর মিষ্টি একসঙ্গে তৃপ্তি করে খেলেন মিমি। পুজোর কটা দিন মিমি ব্যস্ত ছিলেন তাঁর আবাসন অর্থাৎ বাড়ির পুজো নিয়েই। 

Advertisement

এই পুজো ছেড়ে মিমি কোথাও যান না। পুজোতে মিমির রক্তবীজ ২ মুক্তি পেয়েছে। পুলিশ অফিসারের ভূমিকায় ‘সংযুক্তা’ মিমি নজর কেড়েছেন ফের। বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই সিনেমাক। পুজোর কটা দিন ডায়েট না করলেও পুজোর পর ফের পুরনো অভ্যাসেই ফিরবেন মিমি। 

POST A COMMENT
Advertisement