Anirban Chakraborty Accident: অনির্বাণের গাড়িতে ধাক্কা ভলভো বাসের, কেমন আছেন 'একেন বাবু'?

Anirban Chakraborty Accident: ভয়াবহ দুর্ঘটনার মুখে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ভলভো বাসের। ভেঙেছে গাড়ির কাচ। এখন কেমন আছেন 'একেন বাবু'? এক অনুষ্ঠানে যাওযার পথে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

Advertisement
অনির্বাণের গাড়িতে ধাক্কা ভলভো বাসের, কেমন আছেন 'একেন বাবু'?দুর্ঘটনার কবলে একেন বাবু
হাইলাইটস
  • ভয়াবহ দুর্ঘটনার মুখে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।

ভয়াবহ দুর্ঘটনার মুখে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ভলভো বাসের। ভেঙেছে গাড়ির কাচ। এখন কেমন আছেন 'একেন বাবু'? এক অনুষ্ঠানে যাওযার পথে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। অভিযোগ দায়ের হয়েছে কলকাতা পুলিশের কাছে।  

এক সংবাদমাধ্যমের কাছে অনির্বাণ জানিয়েছেন যে তিনি সুস্থ আছেন। তাঁর গাড়ির চালকও সুস্থ আছেন। শনিবার সকাল চারু মার্কেট থেকে রাসবিহারীর দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ভলভো গাড়ির সঙ্গে অভিনেতার গাড়ির ধাক্কা লাগে। যার জেরে কাচ ভাঙে তাঁর গাড়ির। তবে এই দুর্ঘটনায় আহত হননি একেন বাবু ও তাঁর গাড়ির চালক। তিনি সুস্থ আছেন। তবে তাঁর দুর্ঘটনার খবর সামনে আসার পর উদ্বিগ্ন হন তাঁর ভক্ত-অনুরাগীরা। 

অনির্বাণ জানিয়েছেন যে টালিগঞ্জ ব্রিজের নীচে এই ঘটনা ঘটে। আচমকাই একটা গাড়ি চলে আসে অভিনেতার গাড়ির সামনে। তাকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। ভলভো বাসের সঙ্গে ধাক্কা খায় একেন বাবুর গাড়ি। ঘটনায় গাড়ির কাচ ভাঙে। অনির্বাণ জানিয়েছেন যে বাসের চালকের ব্যবহার একেবারেই ভাল ছিল না। অভিনেতার সঙ্গে উদ্ধত  আচরণ করেন গাড়ির চালক। চালকের দাবি, তিনি সময়মতো ব্রেক না কষলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। দোষটা সম্পূর্ণ অভিনেতার ঘাড়েই চাপিয়েছেন সেই চালক।

ইতিমধ্যেই অভিনেতা টালিগঞ্জ থানায় প্রথমে ও পরে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছেন অভিনেতাকে বলেই জানা গিয়েছে। একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির সামনের অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি নিয়ে অনুষ্ঠানে যাওয়ার মতো অবস্থা না থাকায়, পুলিশের গাড়ি একেন বাবুকে অনুষ্ঠানের জায়গায় পৌঁছে দেন। পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন। 

POST A COMMENT
Advertisement