Mangal Dhillon Demise: প্রয়াত 'খুন ভরি মাঙ্গ' খ্যাত অভিনেতা মঙ্গল ধিলন, শোকস্তব্ধ বলিউড

Mangal Dhillon Demise: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ধিলন । হিন্দি এবং পাঞ্জাবি অভিনেতা তথা পরিচালক রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। লুধিয়ানার এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।

Advertisement
প্রয়াত 'খুন ভরি মাঙ্গ' খ্যাত অভিনেতা মঙ্গল ধিলন, শোকস্তব্ধ বলিউডপ্রয়াত বর্যীয়ান অভিনেতা মঙ্গল ধিলন
হাইলাইটস
  • প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ধিলন । হিন্দি এবং পাঞ্জাবি অভিনেতা তথা পরিচালক রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ধিলন । হিন্দি এবং পাঞ্জাবি অভিনেতা তথা পরিচালক রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। লুধিয়ানার এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। আর সেখানেই ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে হার মেনে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন প্রবীণ অভিনেতা। প্রসঙ্গত, আগমী ১৮ জুন তাঁর জন্মদিন ছিল। জন্মদিনের আগেই প্রয়াত হলেন অভিনেতা। 

পাঞ্জাবের ফরিদকোট জেলায় জন্ম হয় মঙ্গল ধিলনের। এখানকারই সরকারি স্কুলে তিনি পড়াশোনা করেন। এরপর তিনি উত্তরপ্রদেশে চলে আসেন। এখানকার খেরি জেলার নিগহাসানের জিলা পরিষদ হাই স্কুল থেকে স্নাতক হন। দিল্লির থিয়াটারে কাজ করতেন অভিনেতা। ১৯৮০ সালে অভিনেতা অ্যাক্টিং নিয়েই পোস্ট-গ্র্যাজুয়েট হন।

১৯৮৬ সালে কথা সাগর শো-এর মাধ্যমে বিনোদন জগতে অভিষেক হয় মঙ্গল ধিলনের। ওই একই বছরে অভিনেতাকে দেখা যায় বুনিয়াদ নামের এক সিরিয়ালে। এছাড়াও জুনুন, কিসমত, দ্য গ্রেট মারাঠা, প্যান্থার, ঘুটন, সাহিল, মৌলানা আজাদ, মুজরিম হাজির, রিস্তা, যুগ ও নুরজাহান সহ একাধিক শোতে অভিনেতা কাজ করে তাঁর পরিচিতি লাভ করেছেন। 

সিরিয়াল ছাড়াও অভিনেতাকে বেশ কিছু বলিউড সিনেমায় দেখা গিয়েছে। খুন ভরি মাঙ্গ, জখমি অউরত, দয়াবান, কাহা হ্যয় কানুন, নাকা বন্দি, আম্বা, জানাশিন, ট্রেন টু পাকিস্তান ও দালাল সহ অনেক সিনেমাতে তাঁকে সাইড রোলে দেখা গিয়েছে। ২০১৭ সালে অভিনেতাকে শেষবারের মতো তুফান সিং সিনেমায় লাখার চরিত্রে দেখা গিয়েছিল। 

POST A COMMENT
Advertisement