
সিনেমা, সিরিয়াল এবং ওটিটি। তিনটে মাধ্যমেই সমান দক্ষতায় কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। একাধিক বাংলা সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত। এছাড়া সিরিয়ালেও গৌরব চুটিয়ে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি অভিনেতা নিজের লুকস নিয়েও এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর স্টাইল স্টেটমেন্ট বেশ ভাইরাল। আর এরই মাঝে গৌরব ধরা দিলেন একেবারে অন্যরকম লুকসে। যা নিয়ে নেটপাড়ায় চর্চা চলছে জোরদার।
সম্প্রতি গৌরব বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। নিজের পোশাক সেভাবে বিশেষ না হলেও সকলের চোখ আকর্ষণ করেছে গৌরবের নাকের নাকছাবি। গোল আকারের নাকছবি পরেছেন উত্তম কুমারের নাতি। বন্ধুদের সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন অভিনেতা। আর নাকছাবি পরা এই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন তিনি। ছবি পোস্ট হতেই মিশ্র প্রতিক্রিয়া মিলল। কেউ কেউ অভিনেতার এই লুকসের প্রশংসা করলেও অনেকেই তাঁকে ট্রোল করতে ছাড়েননি।
নেটিজেনের একাংশ গৌরবের এই লুকসের নিন্দা করেছেন। কেউ লিখেছেন, উত্তম কুমার বেঁচে থাকলে নাকে দুল পরার অপরাধে নাতিকে বাড়ি থেকে বের করে দিত। কেউ আবার লিখেছেন, এলজিবিটি জয়েন করলে নাকি। আবার কেউ লেখেন, নোসপিন পরতে গেলেন কেন। আবার কেউ মহানায়ককে টেনে বলেন, উত্তম কুমারের পরিবারের কলঙ্ক। যদিও এইসব ট্রোলিং নিয়ে মোটেও মাথা ঘামাতে রাজি নন। বরং নিজের লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করতেই পছন্দ করেন তিনি।
তবে বর্তমান সময়ে পুরুষদের মধ্যে গয়না পরার ট্রেন্ড বেশ জনপ্রিয়। নাকে দুল তো বহু আগে থেকেই পরতেন পুরুষেরা, এখন অনেক পুরুষই নাকছবাব বা নোসপিন পরেন। সেটা নিয়ে সোশ্যালে বিস্তর আলোচনা হলেও, পুরুষরাও নিজেদের লুকস নিয়ে বেশ সচেতন। একটা সময় ওজন বেশি ছিল গৌরবের। সেখান থেকে নিজেকে ৯০ ডিগ্রি বদলে এই চেহারায় এসেছেন অভিনেতা। তাঁর স্টাইল স্টেটমেন্ট বেশ ঈর্ষনীয়। স্ত্রী দেবলীনার সঙ্গে পাল্লা দিয়ে শরীরচর্চা করে থাকেন গৌরব। গৌরবকে শেষ দেখা গিয়েছিল তেঁতুলপাতা সিরিয়ালে। তবে শোনা যাচ্ছে শোলাঙ্কির সঙ্গে জুটি বেঁধে ফিরতে পারেন ছোটপর্দায়।