
ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে ছিলেন পরিবারও। জয়জিৎ তাঁর মা-বাবা ও ছেলে যশোজিৎকে নিয়ে ভাইজ্যাক বেড়াতে গিয়েছিলেন। যার ছবি তাঁর সোশ্যাল মিডিয়া পেজে দেখা গিয়েছে। নিজেই গাড়ি চালিয়ে কলকাতা থেকে ভাইজ্যাক রোড ট্রিপ-এ পাড়ি দিয়েছিলেন অভিনেতা। আর তখনই এই বিপদে পড়েন তিনি।
এক সংবাদমাধ্যমকে জয়জিৎ বলেন, আমার গাড়ি আর একটি লরি দুটোই খুব গতিতে চলছিল। হঠাৎ লরিটা এমনভাবে সাইড চাপে যে আমার অ্যাক্সিডেন্ট হয়। চোট লাগে ঠিকই তবে এখন ঠিকাছি। কপাল জোরে বেঁচে গিয়েছি। গাড়িতে বাবা-মা-ছেলে সবাই ছিল। যদি কিছু হত! এখন আর এসব ভাবতেই চাইছি না। এই দুর্ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েও তা মুছে দেন অভিনেতা।
তবে অন্য আর একটি পোস্ট করেন জয়জিৎ। যেখানে তিনি লেখেন, 'যা বুঝলাম আমার নামের আগে লেট লাগতে লেট আছে। অ্যাক্সিডেন্টের পোস্টটা মুছে দিয়েছিলাম তার কারণ প্রচুর ফোন আসছিল আমাদের ভালবাসার মানুষদের থেকে। তখন অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ ছিল। সব্বাইকে অন্তর থেকে শ্রদ্ধা।' এই পোস্ট দেখে অনেকেই অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে জয়জিৎ সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন যে তিনি ও তাঁর পরিবার ভাল আছেন।
ঘুরতে গিয়ে অনেক ছবি শেয়ার করেছেন অভিনেতা। মাঝে মধ্য়েই পরিবারকে নিয়ে ঘুরকে বেড়িয়ে পড়েন তিনি। দু বছর আগে সোশ্যাল মিডিয়ায় জয়জিতের ভুয়ো মৃত্যুর খবরও ছডিয়ে পড়েছিল। সেই সময় এটা নিয়ে বেশ শোরগোল হয়। অভিনেতার কাছে একের পর এক ফোন আসতে শুরু করে। এরপর তিনি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে তিনি সুস্থ আছেন, বেঁচে আছেন। গোটাটাই ভুয়ো পোস্ট করেছেন কেউ বা কারা। প্রসঙ্গত, টলিপাড়া তথা টেলিভিশনের খুবই চেনা মুখ জয়জিৎ। সিরিয়াল-সিনেমায় চুটিয়ে কাজ করেছেন তিনি।