Jeetu-Ditipriya: সিরিয়ালের সেটে মুখ দেখাদেখি বন্ধ জিতু-দিতিপ্রিয়ার? সত্যিটা জানালেন অভিনেতা

Jeetu-Ditipriya: নতুন ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালের মাধ্যমে বহু বছর পর সিরিয়ালে কামব্যাক করেছেন জিতু কমল। বিপরীতে দিতিপ্রিয়া রায়। অনস্ক্রিনের আর্য সিংহ রায় ও অপর্ণার জুটিকে দর্শকেরা খুবই পছন্দ করেন। জিতুও সিরিয়ালের স্বার্থে মাঝে মধ্যেই তাঁর ও দিতিপ্রিয়ার ছবি পোস্ট করে থাকেন।

Advertisement
সিরিয়ালের সেটে মুখ দেখাদেখি বন্ধ জিতু-দিতিপ্রিয়ার? সত্যিটা জানালেন অভিনেতাজিতু কমল ও দিতিপ্রিয়া
হাইলাইটস
  • নতুন ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালের মাধ্যমে বহু বছর পর সিরিয়ালে কামব্যাক করেছেন জিতু কমল।

নতুন ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালের মাধ্যমে বহু বছর পর সিরিয়ালে কামব্যাক করেছেন জিতু কমল। বিপরীতে দিতিপ্রিয়া রায়। অনস্ক্রিনের আর্য সিংহ রায় ও অপর্ণার জুটিকে দর্শকেরা খুবই পছন্দ করেন। জিতুও সিরিয়ালের স্বার্থে মাঝে মধ্যেই তাঁর ও দিতিপ্রিয়ার ছবি পোস্ট করে থাকেন। অনস্ক্রিনে জিতু ও দিতিপ্রিয়ার রোম্যান্স মাখো মাখো হলেও, অফস্ক্রিনে তাঁদের সম্পর্ক কেমন? অনেকেই এই সম্পর্কে জানিয়েছেন যে সেটে নাকি জিতু ও দিতিপ্রিয়া কেউই খুব একটা কথা বলেন না। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোরদার চর্চা। 

শোনা যাচ্ছে নাকি জিতু ও দিতিপ্রিয়া শ্যুটিং সেটে নাকি কথা বলেন না। এমনকী পরস্পরের মুখও দেখেন না। পর্দায় যাঁদের রসায়ন দর্শককে ছোট পর্দার সামনে বসিয়ে রাখতে বাধ্য করছে বাস্তবে কেন তাঁরা এত দূরে? আসলে এর পুরোটাই হয়েছে একটা ছবিকে ঘিরে। যা শেয়ার করেছিলেন জিতু। যেখানে দিতিপ্রিয়ার গায়ে চাদর জড়ানো। এই ছবির ভুল ব্যাখা হয়েছে। যে কারণে কটাক্ষের শিকার নায়িকা। দিতিপ্রিয়া মানসিক দিক থেকেও ভেঙে পড়েছেন। আর তাই সেটেও জিতুর সঙ্গে দুরত্ব বজায় রাখছেন। যদিও তা জানার পরই জিতু সেই ছবি সঙ্গে সঙ্গে সরিয়ে দেন। মঙ্গলবার আচমকাই ফেসবুক লাইভে এসে জিতু পুরোটা জানান সবাইকে।

 

জিতু লাইভে এসে বলেন, আমার সঙ্গে আমার সহ-অভিনেত্রীর মনোমালিন্য, বিষয়টা এমন নয় কিন্তু। দিতিপ্রিয়া ট্যালেন্টেড একজন মানুষ, গুণী একজন শিল্পী। তার সঙ্গে আমার ভুল বোঝাবুঝি হওয়ার কথাই নয়, আর হবেই বা কেন, আমি ওর থেকে বয়সে অনেকটাই বড়, ইন্ডাস্ট্রিগতভাবেও বড়। দিতিপ্রিয়ার সঙ্গে কাজ করে আমি সেই কমফোর্ট লেবেলটা পাই, ওকেও দেওয়ার চেষ্টা করি। তাই এই ভুল-ভ্রান্তিটা কাটিয়ে ফেল। জিতু আরও বলেন, দিতিপ্রিয়া খুব প্রতিভাবান একটি মেয়ে, ভুল খবর ছড়িয়ে ওকে দমিয়ে দেবেন না। দিতিপ্রিয়ার সঙ্গে আমার কোনও সমস্যা নেই।

Advertisement

জিতু তাঁর লাইভে আরও বলেন, নিজের নামে অকারণ গুঞ্জন শুনে মুখ ছোট হয়ে যাচ্ছে মেয়েটার। দিতিপ্রিয়ার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, তাই আজেবাজে কথা বলে ওকে দমানোর চেষ্টা করবেন না। ভাল মানুষ যখন খারাপ কথা শোনে তখন ভালোভাবে নিতে পারে না। অপরদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানিয়েছেন যে তিনি জিতু দার সঙ্গে যতটুকু প্রয়োজন ততটাই কথা বলেন শ্যুটিং ফ্লোরে।     

POST A COMMENT
Advertisement