ফের একসঙ্গে ছবি করছেন জিৎ-কাঞ্চনদুজনেরই বড়পর্দায় অভিষেক হয়েছে একই সিনেমার মাধ্যমে। আর সেখান থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। 'সাথী' সিনেমায় জিৎ ও কাঞ্চন মল্লিক দুজনেই কাজ করেছিলেন। এরপর আরও কিছু ছবিতে জিৎ ও কাঞ্চনকে দেখা যায়। কিন্তু গত ৮ বছরে কাঞ্চন মল্লিক জিতের সঙ্গে কোনও ছবি করেননি। দুজনের কেরিয়ারেও আমূল বদল এসেছে। তবে বন্ধুত্ব কিন্তু অটুট ছিল। আর সেই বন্ধুত্বের টানেই জিৎ-এর ছবিতে অভিনয় করতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক কাঞ্চনকে।
রবিবার কাঞ্চন তাঁর পুরনো বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। জিৎ-এর সঙ্গে ছবি দিয়ে কাঞ্চন ক্যাপশনে লেখেন, আট বছর পর পুরনো বন্ধুর সঙ্গে আবার কাজ করলাম। অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন এবং অভিনেতা জিৎ দু’জনেই প্রায় একই এলাকার। এক সংবাদমাধ্যমকে কাঞ্চন বলেন, আমাদের দুজনেরই প্রথম ছবি সাথী। এরপরও বেশ কিছু ছবিতে কাজ করেছি আমরা। বন্ধুত্ব কত বছরের, তা গুনতে হবে। কাঞ্চন আরও জানান যে তাঁরা দুজনেই এখন ভীষণ ব্যস্ত। কিন্তু এতদিন পর দেখা হয়েও পুরনো আড্ডা হল তাঁদের।
জিতের আগামী ছবি ‘কেউ বলে সন্ন্যাসী, কেউ বলে ডাকাত’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাঞ্চনকে। অভিনেতা জানিয়েছেন, জিতের মেকআপ ভ্যানেই আড্ডা হয় তাঁদের। দুই অভিনেতাই এখন বাবা, তাই দুজনের সন্তানদের নিয়েই বেশিরভাগ কথাবার্তা হয়। কাঞ্চন জানিয়েছেন, আড্ডা দিতে দিতেই পুরনো স্মৃতিতে ফিরে যান তাঁরা। উল্লেখ্য, চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিছুদিন আগেই জিৎ-এর এই ছবির শ্যুটিং চলাকালীন হাতে চোট পেয়েছিলেন। সেই সময় বন্ধ রাখা হয়েছিল শ্যুটিং।
‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে অনন্ত সিংহ-র চরিত্রে অভিনয় করছেন জিত্। অ্যাকশন দৃশ্যে ঠাসা এই সিনেমা। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম নায়ক এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ ছিলেন অনন্ত। তাঁকে নিয়েই ছবির কাহিনী এগিয়ে চলবে। এরই মাঝে জিৎ-এর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে নতুন ছবি বৈরাগী-এর ঘোষণা করা হয়েছে। এই ছবির জন্য নতুন মুখের সন্ধান করছে প্রযোজনা সংস্থা। অপরদিকে, কাঞ্চন মল্লিকও একের পর এক সিনেমায় চুটিয়ে অভিনয় করছেন। অভিনেতার হাতে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি, এছাড়া ‘নিকষছায়া ২’ ওয়েব সিরিজ়েও দেখা যাবে তাঁকে।