Mimi Chakraborty: মিমিকে ধর্ষণের হুমকি, কদর্য ভাষায় আক্রমণ, মুখ খুললেন অভিনেত্রী

কলকাতার আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় দেশ। বিচারের দাবিতে গর্জে উঠেছেন সকলে। এই আবহে টলিপাড়ার নায়িকা তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় মিমিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এক্স হ্যান্ডলে নিজেই সেই হুমকির স্ক্রিনশট তুলে ধরেছেন অভিনেত্রী। সেইসঙ্গে পোস্টটি সাইবার ক্রাইম বিভাগকে ট্যাগ করেছেন তিনি। 

Advertisement
মিমিকে ধর্ষণের হুমকি, কদর্য ভাষায় আক্রমণ, মুখ খুললেন অভিনেত্রীমিমি চক্রবর্তী।
হাইলাইটস
  • তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় দেশ।
  • মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল।
  • সোশ্যাল মিডিয়ায় মিমিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

কলকাতার আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় দেশ। বিচারের দাবিতে গর্জে উঠেছেন সকলে। এই আবহে টলিপাড়ার নায়িকা তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় মিমিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এক্স হ্যান্ডলে নিজেই সেই হুমকির স্ক্রিনশট তুলে ধরেছেন অভিনেত্রী। সেইসঙ্গে পোস্টটি সাইবার ক্রাইম বিভাগকে ট্যাগ করেছেন তিনি। 

আরজি করকাণ্ডের প্রতিবাদে গত ১৪ অগাস্ট রাতে 'মেয়েদের রাত দখল' কর্মসূচিতে রাজপথে হেঁটেছিলেন মিমি। নারীর নিরাপত্তার অধিকারের দাবি জানিয়েছিলেন নায়িকা। এক সপ্তাহের মধ্যে সেই মিমিকে ধর্ষণের হুমকি দেওয়া হল। 

আরজি করে নিহত চিকিৎসকের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই ক্ষতিপূরণ নিতে চাননি নিহত চিকিৎসকের বাবা-মা। সেই প্রসঙ্গ টেনে মিমিকে সমাজমাধ্যমে আক্রমণ করা হয়েছে। 

রুপোলি পর্দার দাপুটে নায়িকা মিমি বরাবরই ডাকাবুকো স্বভাবের। নানা বিষয়ে নিজের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। আরজি করের ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছিলেন মিমি। তারপরেই তাঁকে হুমকি দেওয়া হল। 

হুমকি বার্তার স্ক্রিনশট পোস্ট করে মিমি লিখেছেন, 'আমরা মহিলাদের অধিকারের জন্য বিচারের দাবি করছি? এটা মাত্র কয়েকটা। যেখানে ধর্ষণের হুমকিকে স্বাভাবিক করে রাখা হয়েছে সেই সব বিষাক্ত পুরুষদের দ্বারা, যারা ভিড়ের মধ্যে মুখোশ পরে বলছে যে তারা মহিলাদের পাশে দাঁড়িয়েছে। কোন ধরনের শিক্ষায় এগুলো সম্ভব?'
 

POST A COMMENT
Advertisement