scorecardresearch
 

Kanchan-Sreemoyee Wedding: নতুন অধ্যায়ের শুরু শ্রীময়ী-কাঞ্চনের, হল সিঁদুর দান, জুটিতে কেমন সাজলেন ?

জীবনের নতুন অধ্যায়ের শুরুর সাজে শ্রীময়ী। কাঞ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পরার প্রথম লুক এল প্রকাশ্যে। আজই আনুষ্ঠানিকভাবে কাঞ্চনের সঙ্গে চারহাত এক হল শ্রীময়ীর। হল সিঁঁদুরদান। এতদিন অবধি জানা গিয়েছিল ৬ মার্চ গাঁটছড়া বাঁধবেন কাঞ্চন- শ্রীময়ী। একই দিনে হবে তাঁদের রিসেপশন পার্টি। একথা নিজেই সংবাদমাধ্যমকে বারবার বলেন জুটি। তবে আজ গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আসতেই জানা যায়, আজই বর-কনে বেশে বিয়ে সারছেন তাঁরা। 

Advertisement
sreemoyye kanchan sreemoyye kanchan

জীবনের নতুন অধ্যায়ের শুরুর সাজে শ্রীময়ী। কাঞ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পরার প্রথম লুক এল প্রকাশ্যে। আজই আনুষ্ঠানিকভাবে কাঞ্চনের সঙ্গে চারহাত এক হল শ্রীময়ীর। হল সিঁঁদুরদান। এতদিন অবধি জানা গিয়েছিল ৬ মার্চ গাঁটছড়া বাঁধবেন কাঞ্চন- শ্রীময়ী। একই দিনে হবে তাঁদের রিসেপশন পার্টি। একথা নিজেই সংবাদমাধ্যমকে বারবার বলেন জুটি। তবে আজ গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আসতেই জানা যায়, আজই বর-কনে বেশে বিয়ে সারছেন তাঁরা। 

ইতিমধ্যে মেহেন্দি ও সঙ্গীত এবং আইবুড়োভাত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে একসঙ্গেই গায়ে হলুদ হয়েছে বর- কনের। হলুদ- লাল পারের তাঁতের শাড়িতে এদিন সেজেছিলেন শ্রীময়ী। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন সাদা গেঞ্জি ও ধুতি। গায়ে হলুদে ফুলের গয়না পরেছিলেন কাঞ্চন- শ্রীময়ী।  সেই ভিডিও-ও প্রকাশ্যে এসেছে।  

ছবি: Birdlens Creation

দক্ষিণ কলকাতার একটি ভেন্যুতে বসেছে কাঞ্চন -শ্রীময়ীর বিয়ের আসর। ৬ মার্চ পার্কস্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে নব দম্পতির রিসেপশন। একেবারে বাঙালি রীতিনীতি মেনেই বিয়ে করছেন টলি জুটি। লাল বেনারসি ও সোনার গয়নায় সাজেন শ্রীময়ী। অন্যদিকে  কাঞ্চন বরবেশে আসেন ধুতি-পাঞ্জাবি পরে। 

ছবি: Birdlens Creation
ছবি: Birdlens Creation
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tathagata Ghosh (@tathagataghosh)

আরও পড়ুন

Advertisement

দু'জনের বয়সের ফারাক প্রায় ২৬ বছর! তবে তা তাঁদের দাম্পত্যে একফোঁটাও বাঁধা হয়ে দাঁড়ায়নি বলে দাবি করেছেন নবদম্পতি। চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-তে সই- সাবুদ করে আইনি বিয়ে সারেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সকলে চমকে যান। গুঞ্জন চলছিলই, এবার সেই গুঞ্জনে পাকাপাকি সিলমোহর দিলেন তাঁরা।

Advertisement