
সদ্য মা-বাবা হয়েছেন টলিপাড়ার তারকা দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। প্রতিদিনই তাঁরা নতুনভাবে শিখছেন কীভাবে সন্তান পালন করতে হয়। পরম ও পিয়া দুজনেই এখন ভীষণ রকমভাবে ব্যস্ত সদ্যোজাতকে নিয়ে। পরম কিছুদিনের জন্য বন্ধ রেখেছেন তাঁর লাইট-ক্যামেরা-অ্যাকশনের কাজ। তবে এই মুহূর্তে শহরে নেই পরম। কানাডায় রয়েছেন অভিনেতা। তাই একা হাতেই এখন পিয়াকে সামলাতে হচ্ছে সন্তানকে। একরত্তিকে ঘুম পাড়াবেন কী করে, তারই প্রশিক্ষণ নিচ্ছেন নতুন মা পিয়া।
ছেলেকে সামলাচ্ছেন পিয়া
প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই সন্তানকে কীভাবে মানুষ করবেন পরম ও পিয়া তার পরিকল্পনা করে নিয়েছিলেন। সন্তান জন্মের পর তাঁদের একরত্তিকে দেখার জন্য লোকের অভাব নেই বটে কিন্তু মা পিয়া তাঁর দায়িত্ব পালনে কোনও ত্রুটি রাখছেন না। একমাস আটদিন বয়স পরমব্রত ও পিয়ার জুনিয়রের। আর এই সময়ই নবজাতকের ঘুম এদিক-ওদিক হবে। কখনও সকালে ঘুমোবে তো রাতে জাগবে আবার রাতে ঘুমোলে মাঝরাতে জেগে যাবে। সন্তানকে ঘুম পাড়ানোর দায়িত্ব মা পিয়ারই। আর সেটাই তিনি শিখছেন একটি বই থেকে।
নিচ্ছেন ঘুম পাডানোর ট্রেনিং
কেরি বাজাজের স্লিপ বেবি স্লিপ বই পিয়া তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়ে লিখেছেন, সদ্যোজাতকে কীভাবে ঘুম পাড়াতে হয় সেই প্রশিক্ষণ নেওয়ার জন্য এই বইটি দারুণ। আমি সব নতুন মায়েদের পড়তে বলব। আর এর থেকেই বোঝা গেল পিয়াও এই বই পড়ে সন্তানকে ঘুম পাড়ানোর ট্রেনিং নিচ্ছেন। জুনের প্রথমেই পরম ও পিয়া সন্তান আসার সুখবর ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। পরম আদর করে তাঁর সন্তানকে জুনিয়র বলে ডাকেন। তবে এখনও একরত্তির নাম কী হবে তা ঠিক হয়নি। এই মুহূর্তে বাড়ির সবচেয়ে খুদে সদস্যকে নিয়ে ভীষণ ব্যস্ত তারকা দম্পতি। সবটাই নিজেদেরকে সামলাতে হচ্ছে।
জুনেই সন্তান আসে পরম-পিয়ার
এই মুহূর্তে পরমব্রত পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। সন্তানের বেড়ে ওঠা তিনি চাক্ষুস করতে চান। পিয়া ও পরম মিলেই তাঁদের সন্তানকে মানুষ করবেন। এই মুহূর্তে অবশ্য পরম-পিয়ার বাড়িতে রয়েছেন অনেকেই, রয়েছেন পিয়ার মাও। তবে ছেলেকে কোলে নিয়ে গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছেন পরম আর ছেলের ন্যাপিও বদলে দিচ্ছেন অভিনেতা, এক সাক্ষাৎকারে জানিয়েছেন পিয়া। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মা-বাবা হতে চলার খবর ভাগ করে নেন পরমব্রত ও পিয়া। ২০২৩ সালের নভেম্বর মাসে দুজনে করেছিলেন আইনি বিয়ে। এবার ছেলেকে নিয়েই করবেন তৃতীয় বিবাহবার্ষিকী পালন।