Manoj Tiwari Sahitya Aajtajk : আমি নিজে খুব সংস্কৃতিবান, বিহারের মানুষের নিজের সংস্কতি ভোলা উচিত নয়: মনোজ তিওয়ারি

বিজেপির টিকিটে ২০১৪ সাল থেকে লোকসভা ভোটে জিতে আসছেন মনোজ তিওয়ারি। সাংসদ হিসেবে তিনি বেশ জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মী হিসেবেও সময় দেন তিনি। বিজেপি পরিচালিত সরকারের উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

Advertisement
আমি নিজে খুব সংস্কৃতিবান, বিহারের মানুষের নিজের সংস্কতি ভোলা উচিত নয়: মনোজ তিওয়ারি Manoj Tiwari
হাইলাইটস
  • বিহারের সংস্কৃতি নিয়ে সওয়াল মনোজ তিওয়ারির
  • রাহুল গান্ধীকেও আক্রমণ করেন তিনি

সাহিত্য আজতক-২০২৫-এর মঞ্চ থেকে রাজনীতি ও বিহারের সংস্কৃতি নিয়ে কথা বললেন দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি। তিনি বলেন, 'আমি নিজে খুব সংস্কৃতিবান। বিহারের মানুষের কখনও নিজেদের ঐতিহ্য সংস্কৃতি ভুলে যাওয়া উচিত নয়।' 

বিজেপির টিকিটে ২০১৪ সাল থেকে লোকসভা ভোটে জিতে আসছেন মনোজ তিওয়ারি। সাংসদ হিসেবে তিনি বেশ জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মী হিসেবেও সময় দেন তিনি। বিজেপি পরিচালিত সরকারের উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বলেন, 'আমি গ্রামে বেশ কয়েকদিন কাটিয়েছি। তখন বুঝেছি আম জনতা সরকারের কাজকর্ম সমর্থন করে। জনগণ সরকারের কাজে খুশি ছিল ভোটের সময়। তা না হলে ১৭৫ আসনে আটকে যেতাম। কিন্ত জনগণ ২০০-র বেশি আসন দিয়েছে।' 

দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামের এই অনুষ্ঠান থেকে রাহুল গান্ধীকেও আক্রমণ করেন তিনি। তাঁর রাজনৈতিক জ্ঞান ও প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, 'বিহারে ভোটে দুর্নীতির অভিযোগ না এনে, মানুষের উচিত সত্যকে খোঁজা। আমি রাহুল গান্ধীকে সংসদে ছয়বার অভিনন্দন জানিয়েছিলাম। তিনি কোনও সাড়া দেননি। আমি জানি আপনি একজন রাজার পুত্র। কিন্তু আপনার সহকর্মীর কথায় সাড়া দেওয়া উচিত। বিহারের যে কোনও গ্রামে গেলে আপনার গাড়ি গ্রামের ভিতরে চলে যাবে। অনেক সেতু হয়েছে। বিহার নির্বাচনে জাতপাত আর নেই।' 

বিহারের মানুষদের নিজের সংস্কৃতি নিয়ে গর্বিত হওয়া উচিত। দাবি করেন মনোজ। বলেন, 'আমরা যদি আমাদের রাজ্য নিয়ে গর্বিত না হই, তাহলে দেশ নিয়েও গর্বিত হব না। আমাদের সংস্কৃতি নিয়েও গর্বিত হওয়া উচিত। আমাদের দেশে, যখন একজন মেয়েকে বিদায় জানানো হয়, তখন সে গেয়ে ওঠে, বাবা, আমাকে সোনা দিও না, আমাকে রূপা দিও না, আমাকে দক্ষতা দাও।'

গ্রাম থেকে উঠে এসেও অনেক কাজ করা যায় বলে দাবি করেন ওই বিজেপি সাংসদ। বলেন, 'আমি একটি ছোটো গ্রাম থেকে এসেছি। আমার গ্রাম আত্রাউলিয়ায়। যতই বড় হোন না কেন, বিনয়ী হওয়া উচিত।' 

Advertisement

POST A COMMENT
Advertisement