Tollywood Gossip: প্রসেনজিতের ছেলের গার্লফ্রেন্ড ইনি? তৃষাণজিতের পোস্ট VIRAL

তারকা দম্পতির একমাত্র ছেলে বলে কথা তাঁকে নিয়ে চর্চা হবে না তা কী করে হয়। প্রসেনজিৎ ও অর্পিতার ছেলে তৃষাণজিৎ ওরফে মিশুক সর্বদাই লাইমলাইটে থাকেন। মিশুক ছোট থেকেই ক্যামেরা-লাইট-অ্যাকশন এইসব দেখেই বড় হয়েছেন।

Advertisement
প্রসেনজিতের ছেলের গার্লফ্রেন্ড ইনি? তৃষাণজিতের পোস্ট VIRALপ্রসেনজিৎ সঙ্গে ছেলে মিশুক
হাইলাইটস
  • তারকা দম্পতির একমাত্র ছেলে বলে কথা তাঁকে নিয়ে চর্চা হবে না তা কী করে হয়।

তারকা দম্পতির একমাত্র ছেলে বলে কথা তাঁকে নিয়ে চর্চা হবে না তা কী করে হয়। প্রসেনজিৎ ও অর্পিতার ছেলে তৃষাণজিৎ ওরফে মিশুক সর্বদাই লাইমলাইটে থাকেন। মিশুক ছোট থেকেই ক্যামেরা-লাইট-অ্যাকশন এইসব দেখেই বড় হয়েছেন। স্টারকিড হিসাবে প্রসেনজিৎ-পুত্রকে নিয়ে আলোচনা কম হয় না। তৃষাণজিতের ব্যক্তিগত জীবন নিয়ে সকলেরই কম-বেশি আগ্রহ রয়েছে। মিশুক নিজেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থকেন। এবার প্রসেনজিৎ-পুত্রের একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়া সরগরম। 

তৃষাণজিৎ তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি শেয়ার করেছেন। একটি মিরর সেলফি। যেখানে তৃষাণজিতের বাহুডোরে রয়েছেন এক তরুণী, যিনি কালো রঙের টপ পরে আছেন। প্রসেনজিৎ-পুত্র ওই তরুণীর গালে চুমু দিচ্ছেন আর সেটাই মেয়েটি ক্যামেরাবন্দি করছেন। এই ছবি দেখে এটা স্পষ্ট যে তৃষাণজিতের সঙ্গে এই মেয়েটি বিশেষ কেউ। তাহলে কি ফের প্রেমে পড়লেন মিশুক? এর আগেও প্রসেনজিৎ-পুত্রের প্রেম নিয়ে চর্চা ছিল তুঙ্গে। সেই সময়ও এক তরুণীর সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। 

ছবি সৌজন্যে: ফেসবুক

গত বছর মিশুকের একটি পোস্ট ঘিরে চর্চা শুরু হয়েছিল। ইনস্টা স্টোরিতে মিশুক একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে তাঁকে দেখা গিয়েছিল একটি মেয়ের গালে চুমু দিতে। ইনস্টা স্টোরিতে এই রোম্যান্টিক মুহূর্ত শেয়ার হতেই টলি পাড়ায় জোর গুঞ্জন শুরু হয়। সকলেই জানতে চেয়েছিলেন মিশুকের সঙ্গে থাকা এই তরুণীটি আসলে কে? জানা যায়, মিশুকের সঙ্গে থাকা মেয়েটির নাম লিতিকা প্রসাদ। একসঙ্গে পড়াশোনা করতেন তাঁরা। সেখান থেকেই তাঁদের আলাপ। তবে এই নতুন পোস্ট দেখে মনে হচ্ছে মিশুকের সেই প্রেমটি ভেঙে গিয়েছে। এখন নতুন কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মিশুক। 

ছবি সৌজন্যে: ফেসবুক

বাবা প্রসেনজিতের মতোই হ্যান্ডসম মিশুক। এখন ২০ বছর বয়স। তাঁর স্টাইল স্টেটমেন্টও চোখে পড়ার মতো। বাবা ও মায়ের মতো খুব শীঘ্রই তাঁকে অভিনয় করতে দেখা যাবে। তবে কবে কোন সিনেমা না সিরিজে তাঁর অভিষেক হবে এই নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ছেলের অভিনয়ে আসা নিয়ে সিলমোহর দিয়েছেন বাবা প্রসেনজিৎ নিজেই। 

Advertisement

POST A COMMENT
Advertisement