Riju Bisws Trolled: ঋজু এবার প্রকাশ্যে 'Sorry' বললেন, তবুও 'You look good in saree' ট্রোলিং চলছেই...

গত দু-তিনদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড 'Btw you look good in saree'। আর এই ভাইরাল ট্রেন্ডের যিনি কারিগরি তিনি হলেন ছোটপর্দার অত্যন্ত চেনা মুখ ঋজু বিশ্বাস। যাঁকে সবাই 'বউ কথা কও'-এর নিখিল বলেই চেনেন।

Advertisement
ঋজু এবার প্রকাশ্যে 'Sorry' বললেন, তবুও 'You look good in saree' ট্রোলিং চলছেই... প্রকাশ্যে সরি বললেন ঋজু বিশ্বাস
হাইলাইটস
  • গত দু-তিনদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড 'Btw you look good in saree'।

গত দু-তিনদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড 'Btw you look good in saree'। আর এই ভাইরাল ট্রেন্ডের যিনি কারিগরি তিনি হলেন ছোটপর্দার অত্যন্ত চেনা মুখ ঋজু বিশ্বাস। যাঁকে সবাই 'বউ কথা কও'-এর নিখিল বলেই চেনেন। প্রথমে এক উঠতি মডেলের ঋজুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় করা অভিযোগকে ঘিরে তোলপাড় হয় নেটপাড়া। এরপরই একাধিক তরুণী, এমনকী ইন্ডাস্ট্রির অনেকেই নিখিলের মেসেজ করা স্ক্রিনশট পাঠাতে শুরু করে দেন। আর সেই মেসেজে ঋজু প্রায় সকলকেই এই এক কথাই বলেছেন, যা হল Btw you look good in saree। গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই কথা। স্বাভাবিকভাবেই ঋজু নিজেও গোটা বিষয়টি নিয়ে বিরক্ত। এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে সব মহিলাদের কাছে তিনি ক্ষমা চাইলেন। 

এক উঠতি মডেল প্রথমে অভিনেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতেই সরব হন নেটপাড়ার বেশ কিছু মহিলারাও। তাঁরাও নিখিল তথা ঋজুর করা মেসেজের স্ক্রিনশট দিতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। দেখা যায় ঋজু সবাইকে একই মেসেজ পাঠিয়েছেন আর তা হল তোমাকে শাড়ি পরে সুন্দর লাগছে। একের পর এক স্ক্রিনশট, মিম-এ ভর্তি হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। ঋজু নিজেও এইসব দেখেছেন বেশ কয়েকদিন ধরে। এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ঋজু তাঁর করা মেসেজের জন্য ক্ষমা চাইলেন। বললেন তিনি দুঃখিত। 

ঋজু তাঁর লাইভ ভিডিওতে এসে বলেন, গত চার-পাঁচদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যা চলছে, তা নিয়ে আমি নিজে খুব বিধ্বস্ত। আমার মাকেও বেশ কিছু খারাপ কথা বলা হচ্ছে। আমি মাকে ভগবান বলেই মানি। আমার মা আমাকে বলল যে সবাই পুরো বিষয়টা নিয়ে আপত্তি জানাচ্ছে, আমার ইন্ডাস্ট্রির অনেক দাদারাও আমায় বুঝিয়েছেন। আমি একটাই কথা বলছি যে আমি কিন্তু কাউকে কোনওরকম বাজে উদ্দেশ্য নিয়ে খারাপ কথা বলিনি বা বলতে চাইনি। ঋজু আরও বলেন, এই কমেন্ট করাতে যাঁরা যাঁরা বা কারোর যদি খারাপ লেগে থাকে আমি তাঁদের কাছে সরি বলছি। এই জিনিসটাকে নোংরামোর দিকে নিয়ে যাবেন না দয়া করে। আমার কোনওদিনই কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। এটা মন থেকেই বলছি আমি খারাপ উদ্দেশ্য নিয়ে কাউকে কোনও মেসেজ করিনি। পর্দার নিখিল ভিডিওতে স্বীকার করে নেন যে তাঁর সবাইকে মেসেজ করা ঠিক হয়নি। 

Advertisement

এই বিষয় নিয়ে ঋজু আজতক বাংলাকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন যে তিনি কারোর সঙ্গে কোনও অশালীন আচরণ বা অশ্লীল কথা বলেননি। খুবই সাধারণ কথোপকথন হয়েছে সেই সব মেয়েদের সঙ্গে। আর এইসব করার পিছনে কারণ কী থাকতে পারে সেটাও পর্দার নিখিলের অজানা। তবে ঋজু স্বীকার করে নিয়েছেন যে তিনি মেয়েদের প্রশংসা করেছেন। তাঁর কথা অনুযায়ী,  শাড়িতে ভাল লাগছে বলা কি খুব অন্যায়ের কথা? কয়েকদিন আগে তো আমি আমার মাকেও এই কথা বলেছি।  

    

POST A COMMENT
Advertisement