Supriya Devi Daughter: মায়ের জন্মদিন পালন করলেন শন, এখন কী করছেন সুপ্রিয়া দেবীর মেয়ে?

Supriya Devi Daughter: শন অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি। মেয়ে সোমার সন্তান শন। সম্প্রতি সুপ্রিয়া দেবীর কন্যার জন্মদিন পালন করলেন ছেলে শন। কত বছরে পা দিলেন শনের মা?

Advertisement
মায়ের জন্মদিন পালন করলেন শন, এখন কী করছেন সুপ্রিয়া দেবীর মেয়ে?কত বয়স হল সুপ্রিয়ার মেয়ের?
হাইলাইটস
  • টলিপাড়ায় হ্যান্ডসম হাঙ্ক হিসাবেই পরিচিত শন বন্দ্যোপাধ্যায়।

টলিপাড়ায় হ্যান্ডসম হাঙ্ক হিসাবেই পরিচিত শন বন্দ্যোপাধ্যায়। টেলিভিশনে একের পর এক ধারাবাহিকে শন তাঁর অভিনয় প্রতিভাকে তুলে ধরেছেন। তাঁর অভিনয় রীতিমতো প্রশংসিত। তার ওপর শনের চার্মিং লুকস মহিলাদের রাতের ঘুম ওড়ায়। শন অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি। মেয়ে সোমার সন্তান শন। সম্প্রতি সুপ্রিয়া দেবীর কন্যার জন্মদিন পালন করলেন ছেলে শন। কত বছরে পা দিলেন শনের মা?

মায়ের জন্মদিন পালন শনের
সুপ্রিয়া কন্যা সোমার দুই সন্তান। শনের বড় ভাই রয়েছে। তিনি বিবাহিত। মাঝে মধ্যেই শনকে তাঁর সোশ্যাল মিডিয়াতে ভাইপোর সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। মা সোমার জন্মদিন সম্প্রতি গোটা পরিবার মিলে পালন করলেন। জন্মদিন উপলক্ষ্যে আনা হয়েছিল চকোলেট কেক, যেটায় লেখা ছিল শুভ জন্মদিন মা। আর কেকের ওপর সোমা বন্দ্যোপাধ্যায়ের বয়স। সুপ্রিয়া দেবীর কন্যা দেখতে দেখতে ৭০ বছরে পা দিয়ে ফেললেন। দুই ভাই, বউমা, নাতি-নাতনিদের নিয়ে জমজমাট জন্মদিন পালন হল সুপ্রিয়া কন্যার। এদিন শন এই ছবিগুলো শেয়ার করে লেখেন, ৭০তম শুভ জন্মদিন মা। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by shoma chatterjee (@chshoma)

সোমার জন্মদিন
সুপ্রিয়া দেবীর মেয়ে সোমার জন্মদিন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন মুনমুন সেন ও মেয়ে রাইমাও। সকলে মিলে কেক কাটার পর একসঙ্গে ছবিও তোলেন। অভিনেতা শন সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালোবাসেন। বিশেষ করে ভাইপোর সঙ্গে শনের বন্ডিং একেবারেই আলাদা। মাঝে মধ্যেই তাকে নিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। একাধিক মেগা সিরিয়ালে শনকে প্রধান চরিত্রে দেখা গিয়েছে। বাংলা সিনেমাতেও ডেবিউ করে ফেলেছেন শন। শিবপ্রসাদ-নন্দিতা রায়ের রক্তবীজ ২-তেও দেখা যাবে শনকে। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছোটপর্দায় শনকে শেষ দেখা গিয়েছিল রোশনাই ধারাবাহিকে। 

মা-মেয়ের সম্পর্ক
সুপ্রিয়া দেবীর একমাত্র মেয়ে সোমা। অনেক ছোট বয়সেই তিনি জানতে পারেন উত্তম কুমারের সঙ্গে তাঁর মায়ের সম্পর্কের কথা। সোমা বরাবরই ছিলেন মায়ের খুবই বাধ্য সন্তান। নৈনিতালের বোর্ডিং স্কুলে সেই সময় পড়াশোনা করতেন। মায়ের ভাল থাকাটাই ছিল সোমার কাছে শেষ কথা। উত্তমকুমার এবং সুপ্রিয়াদেবীর সম্পর্ক নিয়ে কোনওদিনও কোনও মতামত প্রকাশ করেননি সোমা। মহানায়ককে বাবি বলে ডাকতেন সোমা। উত্তমকুমারকে বাবি বলে ডাকলেও সোমার নিজের বাবা, অর্থাৎ সুপ্রিয়াদেবীর স্বামীর সঙ্গে যোগাযোগ ছিল সোমার। দিল্লিতে থাকতেন তিনি। নিয়মিত দেখাও করে আসতেন তাঁর সঙ্গে। সোমা বিয়ে করেন মৃগেন বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের দুই সন্তান।   

Advertisement

POST A COMMENT
Advertisement