Rishabh Tandon Death: জুবিনের পর ফের মৃত্যু আরও এক বিখ্যাত গায়কের, বয়স হয়েছিল মাত্র ৩২

Rishabh Tandon: দিওয়ালির পরের দিনই বিনোদন জগতে শোকের ছায়া। অভিনেতা-গায়ক ঋষভ ট্যান্ডন প্রয়াত। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষভ। তিনি রাজধানীতে এসেছিলেন পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে।

Advertisement
জুবিনের পর ফের মৃত্যু আরও এক বিখ্যাত গায়কের, বয়স হয়েছিল মাত্র ৩২প্রয়াত ঋষভ ট্যান্ডন
হাইলাইটস
  • দিওয়ালির পরের দিনই বিনোদন জগতে শোকের ছায়া।

দিওয়ালির পরের দিনই বিনোদন জগতে শোকের ছায়া। অভিনেতা-গায়ক ঋষভ ট্যান্ডন প্রয়াত। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষভ। তিনি রাজধানীতে এসেছিলেন পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে। তাঁর টিমের সদস্যরা ও পরিবারের পক্ষ থেকে ঋষভের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ঋষভ তাঁর স্ত্রীর সঙ্গে মুম্বইতে থাকলেও দিওয়ালি উপলক্ষ্যে তিনি দিল্লিতে এসেছিলেন বলে জানা গিয়েছে। 

ঋষভ ট্যান্ডন, যিনি ফকির নামেও পরিচিত, তাঁর শান্ত স্বভাব এবং বিনয়ী স্বভাবের জন্য সুপরিচিত ছিলেন বিনোদন জগতে। তিনি কেবল একজন মেধাবী অভিনেতাই ছিলেন না, একজন প্রতিভাবান গায়ক এবং সুরকারও ছিলেন। তিনি গায়ক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন এবং ধীরে ধীরে অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন। সঙ্গীতের প্রতি তাঁর আগ্রহ সকলকে অনুপ্রাণিত করেছিল। তিনি প্রায়শই বলতেন যে সঙ্গীতই তাঁর জীবনের প্রাণ। তাঁর কণ্ঠে ছিল এমন এক মধুরতা যা হৃদয় ছুঁয়ে যায়।

ঋষভ নিজের কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও চর্চিত হয়েছিলেন। অভিনেত্রী সারা খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বেশ চর্চা হয়। সারার সিঁথিতে সিঁদুর পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর সঙ্গে ঋষভের বিয়ে হয়ে গিয়েছে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সারা গোটা বিষয়টি সেই সময় মিথ্যে বলে উড়িয়ে দেন। তবে ঋষভের বিয়ের আগে তাঁদের সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে। দশ মাস আগে ফেব্রুয়ারিতে তাঁর ‘ইশক ফকিরানা’ গানটি ইতিহাস তৈরি করেছিল, অনেকেরই প্রিয় গান হিসেবে মিউজিক অ্যাপগুলোর প্লেলিস্টে রেকর্ড গড়েছিল বললে ভুল হবে না।

ঋষভ বিয়ে করেন রাশিয়ান তরুণীকে। কর্মসূত্রেই তাঁর সঙ্গে আলাপ হয়েছিল। এই কঠিন সময়ে ঋষভের পরিবার পুরো বিষয়টিকে ব্যক্তিগত স্তরে রাখতে চাইছে। সব আত্মীয়-পরিজনরা চলে এলেই গায়ক ও অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর অকালে পৃথিবী ছেড়ে চলে যাওয়া সঙ্গীতশিল্পের জন্য বিরাট ক্ষতির কারণ হয়েছে বললে অত্যুক্তি হয় না।  

Advertisement

POST A COMMENT
Advertisement