চলতি বছরেই সকলকে চমকে দিয়ে বিচ্ছেদের কথা ঘোষণা করেন টেলিভিশনের পরিচিত মুখ সুদীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী সঞ্চারী চক্রবর্তী। প্রথমে সুদীপের স্ত্রী তাঁর ও অভিনেতার ডিভোর্সের কথা সোশ্যাল মিডিয়ায় জানালেও পরে সুদীপ সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য নিছকই মজা বলেন। তবে পরে অভিনেতা নিজেই জানান যে তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে। আর এরই মাঝে শোনা যাচ্ছে, সুদীপের প্রাক্তন ডেটিং অ্যাপে নিজের নাম নথিভুক্ত করেছেন নাকি। সে কথা নিজেই জানালেন সঞ্চারী।
একটি ডেটিং অ্যাপে পৃথা তথা সঞ্চারী তাঁর নিজের ছবি ও নাম দেখে রেগে আগুন। সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন নিজের বিরক্তি। পৃথা লেখেন, সকলের জন্য সতর্কবার্তা। ভুয়ো প্রোফাইলের রমরমা। আমার অনুমতি ছাড়াই কেউ এক জন ডেটিং অ্যাপে আমার ছবি ব্যবহার করেছেন। দয়া করে সতর্ক হোন। আর এমন সন্দেহজনক কিছু চোখে পড়লে অবশ্যই অভিযোগ জানান।
এত দিন তাঁর প্রোফাইল ‘পৃথা চক্রবর্তী’ নামেই দেখা যেত। তার পর আচমকাই তাঁর নাম পরিবর্তনকে কেন্দ্র করেও হয়েছিল বিপুল আলোচনা। তিনি সম্প্রতি ফেসবুকে নিজের নাম পৃথা থেকে সঞ্চারী করেন। যা নিয়েও চ্চা কম হয়নি। বে অনুরাগীদের একাংশের মতে, বিবাহবিচ্ছেদের পর অনেকেই তাঁর সঙ্গে বিভিন্ন কারণে যোগাযোগ করার চেষ্টা করছেন। নানা ধরনের প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সব ধরনের বিতর্ক থেকে দূরে থাকার জন্যই হয়তো তিনি নিজের ভাল নামটি ব্যবহার করছেন ফেসবুকে।
তবে কাদা ছোঁড়াছুড়ি না করে আলাদা হয়ে গিয়েছেন সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী। দুই সন্তানকে নিয়ে পৃথা অন্যত্র থাকেন এখন। আর তাদের মুখের দিকে তাকিয়েই সুদীপের সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে বিবাহবিচ্ছেদের পরেও। সুদীপ ও পৃথার বয়সের ফারাক ছিল বিস্তর। কিন্তু সেটা তাঁদের ভালোবাসায় কোনওদিন অন্তরাল হয়নি। সুদীপের এটি দ্বিতীয় বিয়ে। কিন্তু সেই বিয়েও টিকল না তাঁর। চিরসখা সিরিয়ালে স্বতন্ত্র বোসের চরিত্রে দেখা যাচ্ছে সুদীপকে।