scorecardresearch
 

করোনায় প্রয়াত দক্ষিণী সুপারস্টার TNR, শোকার্ত ইন্ডাস্ট্রি

হায়দরাবাদের মালকানগিরিতে একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন TNR. করোনা পরীক্ষার পর বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। তবে নিঃশ্বাসের সমস্যা হওয়ায় হাসপাতালে ভরতি করতে হয় তাঁকে। দক্ষিণী সিনেমার অনেক বড় নাম এখনও খবর বিশ্বাস করতে পারছেন না। সোশাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধাঞ্জলী দিচ্ছেন সকলে।

Advertisement
টি এন আর টি এন আর
হাইলাইটস
  • দেশে হাজার হাজার মানুষ প্রতি দিন প্রাণ হারাচ্ছেন করোনায়
  • দেশের বিনোদন জগতকে করোনার ভারী মূল্য দিতে হচ্ছে।
  • সোমবার চলে গেলেন দক্ষিণী ছবির সুপারস্টার টি নরসিমহা রাও (TNR)।

দেশে হাজার হাজার মানুষ প্রতি দিন প্রাণ হারাচ্ছেন করোনায় (Corona Pandemic)। দেশের বিনোদন জগতকে করোনার ভারী মূল্য দিতে হচ্ছে। রবিবার ৯ মে প্রাণ হারিয়েছেন অভিনেতা রাহুল বোহরা। সোমবার চলে গেলেন দক্ষিণী ছবির সুপারস্টার টি নরসিমহা রাও (TNR)। তাঁর মৃত্যুতে শোকার্ত ইন্ডাস্ট্রি।

হায়দরাবাদের মালকানগিরিতে একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন TNR. করোনা পরীক্ষার পর বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। তবে নিঃশ্বাসের সমস্যা হওয়ায় হাসপাতালে ভরতি করতে হয় তাঁকে। দক্ষিণী সিনেমার অনেক বড় নাম এখনও খবর বিশ্বাস করতে পারছেন না। সোশাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধাঞ্জলী দিচ্ছেন সকলে।

অভিনেতা নানী লিখেছেন, 'খবর শুনে শকড হয়ে গিয়েছি। বিশ্বাস হচ্ছে না তিনি চলে গেছেন। তাঁর বেশ কয়েকটি সাক্ষাৎকার দেখেছি। বিভিন্ন বিষয়ে পড়াশোনা এবং রিসার্চ, তার সঙ্গে প্রশ্ন করার দক্ষতার দিক থেকে তাঁর কোনও জুড়ি নেই। তাঁকে শ্রদ্ধাঞ্জলী জানাই। ভগবান তাঁর পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দিন।'

 

 

 

Advertisement

 

পরিচালক মারুতি থেকে অভিনেতা অনিল রবিপুড়ি, সন্দীপ কিশান দক্ষিণের বহু বড় নাম সোশাল মিডিয়ায় শ্রদ্ধাঞ্জলী দিয়েছেন প্রয়াত অভিনেতাকে। TNR একজন ভালো অভিনেতা তো ছিলেনই, তার সঙ্গে প্রখ্যাত সঞ্চালক এবং নামী সাংবাদিকও ছিলেন।

 

Advertisement