Ahona Dutta: সর্দি-জ্বরে কাহিল অহনার মেয়ে, নতুন মায়েদের টিপস পর্দার 'মিশকা'র

Ahona Dutta: অভিনেত্রী অহনা দত্ত, যিনি ছোটপর্দায় পরিচিত মিশকা নামে। খুবই ছোট বয়সে মা হয়েছেন নায়িকা। এখন কাজ থেকে বিরতি নিয়ে চুটিয়ে মাতৃত্বকালীন সময়কে উপভোগ করছেন। মাঝে মধ্যেই মেয়ের সঙ্গে কাটানো সময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন অহনা।

Advertisement
সর্দি-জ্বরে কাহিল অহনার মেয়ে, নতুন মায়েদের টিপস পর্দার 'মিশকা'রঅহনা দত্ত
হাইলাইটস
  • অভিনেত্রী অহনা দত্ত, যিনি ছোটপর্দায় পরিচিত মিশকা নামে।

অভিনেত্রী অহনা দত্ত, যিনি ছোটপর্দায় পরিচিত মিশকা নামে। খুবই ছোট বয়সে মা হয়েছেন নায়িকা। এখন কাজ থেকে বিরতি নিয়ে চুটিয়ে মাতৃত্বকালীন সময়কে উপভোগ করছেন। মাঝে মধ্যেই মেয়ের সঙ্গে কাটানো সময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন অহনা। মা-মেয়েকে ভালোবাসায় ভরিয়ে দেন তাঁর অনুরাগীরা। এখন ঘরে ঘরেই সর্দি-কাশি, ভাইরাল জ্বর। বাদ পড়ছে না ছোট ছোট শিশুরাও। আর এই সময় একরত্তিকে কীভাবে ভাল রাখবে, নতুন মায়েদের টিপস দিলেন অহনা।  

অহনা তাঁর ভিডিওতে জানিয়েছেন যে এখন সব একরত্তিদেরই জ্বর হচ্ছে। তাঁরও মেয়ের সর্দি-কাশি জ্বর হয়েছে। আর এর জন্য অহনা ঘরোয়া টোটকার ওপরই ভরসা রাখছেন। কাপড়ের একটা পুঁটলি দেখিয়ে অহনা বলেন এর মধ্যে কী কী রয়েছে। অভিনেত্রী বলেন, এর মধ্যে রয়েছে মেথি, আজোয়ান ও কিছু রসুন কুচি। শুকনো খোলায় ভেজে সেটাকে পুঁটলিতে ভরে নিই। এবার হালকা হালকা করে বাচ্চার বুকের ওপর দিয়ে দিই। অহনা এর সঙ্গে এও জানান যে বুকে জমে থাকা কফ কিছুটা কমে আর রাতে বাচ্চারা ভাল ঘুমোয়। 

মিশকা এও জানিয়েছেন যে এটা তিনি ইনস্টাগ্রাম থেকে পেয়েছেন। তাঁর এই টিপস স নতুন মায়েদের জন্য়। এরই সঙ্গে অহনা এও জানান যে গরম এই পুঁটলি ঠান্ডা হওয়ার পর সন্তানের জামার ওপর দিয়ে দিতে হবে। আসলে অনেক ছোট বয়সেই বিয়ে ও মা হওয়ার সিদ্ধান্ত নেন অহনা। মাত্র ২১ বছর বয়সেই কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। জুলাইতে অহনার জীবনে এসেছে তাঁর মেয়ে। একা হাতেই মেয়েকে সামলাচ্ছেন অভিনেত্রী। শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছেন আর মায়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই অহনার। তাই স্বামী দীপঙ্কর ও অহনা মিলেই সন্তানের যত্ন নিচ্ছেন। 

মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর জন্য মায়ের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ অহনার। এক বছর আগেই অহনা ও দীপঙ্কর বিয়ে করেছেন। বিয়ের ২ মাসের মাথাতেই মা হওয়ার সুখবর দেন অহনা। প্রেগন্যান্সির সময়ে সবসময় স্ত্রীকে আগলে রাখতেন দীপঙ্কর। মেয়ে আসার পর অহনার জীবন একেবারে বদলে গিয়েছে। এখন মেয়েকে নিয়েই তাঁদের সংসার। যদিও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তে হয় অহনাকে। কিন্তু এইসব বিষয় নিয়ে ভাবতে রাজি নন পর্দার মিশকা, মেয়েকে নিয়েই এখন মশগুল তিনি।  

Advertisement

POST A COMMENT
Advertisement