
আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সকলেই রাজ্য সরকারের কাছ থেকে বিচারের দাবি জানিয়েছেন। আর তারই মধ্যে ফের চাঞ্চল্যকর দাবি জানালেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা দাবি করেছেন, 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' সিনেমার পরিচালক সনোজ মিশ্র নাকি নিখোঁজ। বলিউড অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সনোজ মিত্রের নিখোঁজ হওয়ার খবর শেয়ার করে তাঁকে খোঁজার আর্জি জানিয়েছেন।
কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন যে সনোজ মিশ্রের ওপর পশ্চিমবঙ্গ সরকার কেস করেছিল। এরপর পরিচালক কলকাতায় যাওয়ার পর থেকেই নাকি নিখোঁজ। পরিচালকের স্ত্রী কঙ্গনার কাছে এই বিষয়ে সাহায্য চেয়েছেন। কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে সনোজ মিশ্রের একটি ছবি পোস্ট করে লেখেন, ইনি সনোজ কুমার মিশ্র। যিনি দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল নামের একটি ছবি পরিচালনা করেছেন। এই সিনেমার ট্রেলার সামনে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁর ওপর কেস করে। আদালতে এই মামলার শুনানির জন্য ১৪ অগাস্ট পরিচালক কলকাতায় গিয়েছিলেন। আর তারপর থেকেই তিনি নিখোঁজ। পরিচালকের স্ত্রী আমায় রোজ ফোন করেন। গতকাল রাত থেকে তাঁর অবস্থা খুবই খারাপ আর তিনি পশ্চিমবঙ্গে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাবো যে তিনি যেন পরিচালকের স্ত্রীকে সাহায্য করেন এবং তাঁর স্বামীকে খুঁজে বের করে দিন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সনোজ তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে নিজের ভয়ে থাকার কারণ জানিয়েছিলেন। সনোজ চিত্রকূটে গুরু স্বামী রাম ভদ্রাচার্যের থেকে আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন। তিনি তাঁর পোস্টে জানিয়েছিলেন যে তাঁর সঙ্গে যে কোনও ঘটনাই ঘটতে পারে। সনোজ বলেছিলেন, বন্ধুরা আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আজকে আমার জন্মদিন আর এইদিনে নিজের ছবি ৩০ অগাস্টে মুক্তির আগে সিনেমার জন্য নিজের টিমকে নিয়ে চিত্রকূটে এসেছি। এই ছবিটি নিয়ে আমার ওপর সরকার থেকে চাপ আসছে। আমি বেশ সমস্যায় রয়েছি। আমার সঙ্গে যখন খুশি কোনও অঘটন হতে পারে। আমি আপনাদের শুভেচ্ছা বার্তার জবাব দিতে পারছি না কারণ আমি সবদিক থেকে চাপে রয়েছি।
পশ্চিমবঙ্গের একাধিক হিংসার ঘটনা নিয়ে তৈরি দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল-এর পরিচালক সনোজ মিশ্র একজন পরিচিত পরিচালক। পরিচালকের ঘনিষ্ঠদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পরিচালককে কলকাতা পুলিশ ডেকে পাঠিয়েছিল। যার জন্য তিনি কলকাতায় এসেছিলেন আর তারপর থেকেই তিনি নিখোঁজ বলে দাবি করছে পরিচালকের বাড়ির লোক। গত ৪৮ ঘণ্টা ধরে পরিচালকের ফোন বন্ধ রয়েছে। সনোজ মিশ্র লখনউয়ের বাসিন্দা। তিনি এর আগে কাশী টু কাশ্মীর গজনবী, রাম কী জন্মভূমি, অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে শশাঙ্ক ও গান্ধীগির-এর মতো সিনেমা তৈরি করেছেন।