Television Gossip: উদয়ের সঙ্গে বিয়ের সব ছবি সরালেন অনামিকা, ডিভোর্সের পথে তারকা দম্পতি?

টলিপাড়ায় সম্পর্ক ভাঙা-গড়ার খেলা নিত্যদিনই চলছে। কেউ নতুন করে প্রেমে পড়ছেন আবার কারোর দীর্ঘদিনের সম্পর্কে চিড় ধরছে। সম্প্রতি বিচ্ছেদের খবর পাওয়া গিয়েছে নীল-তৃণার, প্রান্তিক-অঙ্কিতার।

Advertisement
উদয়ের সঙ্গে বিয়ের সব ছবি সরালেন অনামিকা, ডিভোর্সের পথে তারকা দম্পতি? উদয়ের সঙ্গে সব ছবি সরিয়ে দিলেন অনামিকা
হাইলাইটস
  • উদয় ও অনামিকা ভালোবেসেই একে-অপরের হাত ধরেছিলেন।

টলিপাড়ায় সম্পর্ক ভাঙা-গড়ার খেলা নিত্যদিনই চলছে। কেউ নতুন করে প্রেমে পড়ছেন আবার কারোর দীর্ঘদিনের সম্পর্কে চিড় ধরছে। সম্প্রতি বিচ্ছেদের খবর পাওয়া গিয়েছে নীল-তৃণার, প্রান্তিক-অঙ্কিতার। বছর শেষে এইসব জনপ্রিয় তারকা দম্পতির  ঘর ভাঙার খবরে যখন সরগরম নেটপাড়া, সেই সময় ফের আর এক দম্পতির আলাদা হওয়ার গুঞ্জন শোনা গেল। টেলিপাড়ার ফিসফাস, দুরত্ব তৈরি হয়েছে নাকি উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তীর মধ্যে। অনামিকা তাঁর ও উদয়ের সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছেন। যদিও উদয়ের প্রোফাইলে স্ত্রীর সঙ্গে ছবি আছে তাঁর। 

উদয় ও অনামিকা ভালোবেসেই একে-অপরের হাত ধরেছিলেন। আড়াই বছর আগে একেবারে সাদামাটাভাবে বিয়ে সারেন তাঁরা। আইনিভাবে সই-সাবুদ, মালা বদল ও সিঁদুর দান এই ছিল তাঁদের শুভ পরিণয়ের অঙ্গ। দুজনের মধ্যে মিলমিশও ছিল খুব ভাল। তবে উদয় যেভাবে জনপ্রিয়তার শীর্ষে উঠছিলেন ঠিক তেমনভাবেই কেরিয়ারের গ্রাফ নীচের দিকে নামছিল অনামিকার। একদা প্রধান চরিত্রে অভিনয় করা অনামিকা পার্শ্বচরিত্রে অভিনয় শুরু করেন। একাধিক সিরিয়ালে তাকে সাইড রোলে দেখা যেত। তারওপর মাঝে তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন নিজের অবসাদের কথাও। 

আচমকাই ওজনও বেড়ে যায় অনামিকার। যা নিয়ে তিনি একাধিক সাক্ষাৎকারেও বলেছিলেন যে ওজন বেড়ে যাওয়ায় কাজ পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। অনামিকাকে শেষ দেখা গিয়েছে ফুলকি ধারাবাহিকে। কিন্তু সেই সিরিয়ালও শেষ হয়ে গেল। ‘এখানে আকাশ নীল’-এর পরে বেশ কিছু কাজ করলেও তাঁকে সে ভাবে দেখা যায়নি ছোটপর্দায়। মিঠিঝোরা সিরিয়ালে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি ২০২৫ সালের উপলব্ধি নিয়ে অনামিকার একটি পোস্টে শুধুই একা থাকা, একা হয়ে যাওয়ার বার্তা নজরে আসে। যা দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল, ‘উদয়-অনামিকার মধ্যে সব ঠিক আছে তো?’ সেই প্রশ্নের আগুনে ঘি ঢেলে উদয়ের সঙ্গে নিজের বিয়ের ছবি-সহ বাকি সমস্ত ছবি ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে মুছে ফেললেন অনামিকা। যদিও উদয়ের প্রোফাইলে কিন্তু জ্বলজ্বল করছে তাঁদের সুখী দাম্পত্যের ঝলক।

Advertisement

তাঁদের সম্পর্কে দুরত্ব এসেছে নাকি অন্য কোনও কারণ তা নিয়ে এখনও কিছুই নিশ্চিত করে জানা যায়নি। কিন্তু কেন অনামিকা তাঁর সোশ্যাল মিডিয়া থেকে সব ছবি মুছে দিলেন, তার উত্তর এখনও পাওয়া যায়নি। কেরিয়ারের দিকে নজর দিলে উদয় একের পর এক সিরিয়ালে কাজ করছেন। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে পরিণীতা সিরিয়ালে রায়ান চরিত্রে, যা বেশ জনপ্রিয় হয়েছে। অপরদিকে এখানে আকাশ নীল-এ নায়িকা চরিত্রে শেষ দেখা গিয়েছে অনামিকাকে। হালে মিঠিঝোরাতে নেতিবাচক চরিত্রে দাগ কাটলেও অনেকদিন লিড চরিত্রে সুযোগ পাননি অনামিকা।  

POST A COMMENT
Advertisement