scorecardresearch
 

Mimi Chakraborty: ফ্লাইটে খাবারে চুল, এমিরেটস-এর উপর রেগে আগুন MP মিমি

কয়েকদিন আগেই জন্মদিন ছিল টলিউডের অন্যতম অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর। সেই সময়ে ভালোবাসার শহর প্যারিসেই ছিলেন অভিনেত্রী। সেই শহরেই জন্মদিনের কেক কেটে উদযাপন করেন তিনি। সেই ছুটির রেশ কাটতে না কাটতেই মুড বিগড়ে গেল অভিনেত্রীর। আর এরজন্য এক উড়ান সংস্থার পরিষেবাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মিমি।

Advertisement
বিমান সংস্থার ওপর রেগে আগুন  মিমি বিমান সংস্থার ওপর রেগে আগুন মিমি

কয়েকদিন আগেই জন্মদিন ছিল টলিউডের অন্যতম অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর। সেই সময়ে ভালোবাসার শহর প্যারিসেই ছিলেন অভিনেত্রী। সেই শহরেই জন্মদিনের কেক কেটে উদযাপন করেন তিনি। সেই ছুটির রেশ কাটতে না কাটতেই মুড বিগড়ে গেল অভিনেত্রীর। আর এরজন্য এক উড়ান সংস্থার পরিষেবাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মিমি।

সম্প্রতি মিমি চক্রবর্তীর একটি ট্যুইট ভাইরাল হয়েছে। যেখানে ন ওই উড়ান সংস্থাকে ট্যুইক করে নিজের অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘‘আমার মনে হয় আপনারা এত বড় হয়ে গিয়েছেন যে, যাঁরা আপনাদের সঙ্গে যাত্রা করছেন, তাঁদের ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল পাওয়া কোনও ছোটখাটো ব্যাপার নয় বলেই আমার ধারণা। আপনাদের টিমের তরফে একটা উত্তর কিংবা ক্ষমা— কিছুই আসেনি।’’ সেই খাবারের প্লেটের ছবি দিয়েছেন মিমি। সঙ্গে আরও লিখেছেন, ‘‘এই চুলটা আমার ক্রসাঁ থেকে বেরিয়েছিল, যা আমি খাচ্ছিলাম।’’ 

 

এখনও পর্যন্ত উড়ান সংস্থার তরফে কোনও যোগাযোগ যে করা হয়নি, তা নিজেই জানান মিমি। প্রসঙ্গত বিমানে পরিবেশন করা খারাপ খাবার নিয়ে এর আগেও, সোশ্য়াল মিডিয়ায় সরব হয়েছেন অনেকেই। এবার অভিনেত্রী সাংসদের পরিষেবার প্রতি এই ক্ষোভ যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে  প্রশ্ন তুলে দিল আবারও।  মিমির এই ট্যুইটে উদ্বিগ্ন হয়েছেন অনেকেই। তাঁদের বক্তব্য, যদি একজন সাংসদ অভিনেত্রীই এমন খারাপ পরিষেবা পান, তাহলে সাধারণ মানুষ কেমন পরিষেবা পাবেন তা আন্দাজ করা যায় সহজেই। নেটিজেনদের বড় একটা অংশ মিমির পাশে এসেই দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, ‘সত্যি তাই। দিনদিন টিকিটের দাম বাড়ছে আর পরিষেবার মান খারাপ হচ্ছে।’ আরেকজন লিখলেন, ‘মস্কো থেকে দুবাই যাচ্ছিলাম। একটা মশা আমায় কামরায়। আর হাতে গোটা মতো হয়। ওদের প্রধান স্টুয়ার্ডস এসে আমায় ভয় দেখাতে থাকে যে আমি যদি এটা নিয়ে হইচই করি তাহলে আমাকে মস্কো বিমানবন্দরে কোয়ারেন্টাইন করা হবে। আমি এরপর ওঁকে বলেছিলাম এসব ভুলভাল বলে একজন ডাক্তারকে ভয় দেখানো যায় না।’ তৃতীয়জন লিখলেন, ‘দেশের এমপি-র সঙ্গে এই আচরণ। তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী হতে পারে!’ তবে একটা অংশ আবার এই ট্যুইটে  মিমিকে ট্রোল করেছে। একজন লিখলেন, ‘দেখে তো মনে হচ্ছে এটা আপনারই চুল। যত সব নাটক।’ আরেকজন লিখলেন, ‘দিদিকে বলো তে ফোন করুন আপনি। দেখবেন সব ঠিক হয়ে যাবে।’

Advertisement

প্রসঙ্গত, সদ্য ৩৪-এ পা দিয়েছেন মিমি। নতুন করে জীবন উপভোগ করছেন নায়িকা। জন্মদিনটা মিমি পালন করেছেন প্যারিসে। সেখানে আইফেল টাওয়ারের উচ্চতাকে ফ্রেমে নিয়ে নিজেকে মেলে ধরার বহু প্রতীক্ষিত ইচ্ছে এত দিনে পূরণ করলেন মিমি। এই সফরে মিমির সঙ্গী ছিলেন তার ঘনিষ্ঠ এক বান্ধবী। উল্লেখ্য, মিমিকে সর্বশেষ দেখা গেছে ‘মিনি’ সিনেমায়। বাংলায় কাজের পাশাপাশি এবার বলিউডেও পা রাখার কথা চলছে অভিনেত্রীর। সঙ্গে রাজনীতির ময়দানেও বেশ সক্রিয়। গত মাসে যোগ দিয়েছিলেন সংসদের বাজেট অধিবেশনেও।

Advertisement