
প্রাক্তন স্বামীর হাত ধরেই টলিউডের সঙ্গে পরিচয় এই নায়িকার। আর সেই পরিচয় এখন গড়িয়েছে অনেক দূর। স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকলেও কলকাতা ও টলিপাড়ার বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়নি। আর তাই তো মাঝে মধ্যেই তাঁর দেখা মেলে কখনও দেবের পার্টিতে, কখনও বা রাজ-শুভশ্রীর ঘরোয়া আড্ডাতে। কথা হচ্ছে বরখা বিস্তকে নিয়ে। যাঁর অন্যরকমের সৌন্দর্যে মজে টিনসেল টাউন। ১৪ ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে। আর এই প্রেম দিবসে নায়িকাকে দেখা গেল কার সঙ্গে?
একসময় পাওয়ার কাপল হিসাবে পরিচিত ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্ত। কিন্তু সেই ১৪ বছরের দাম্পত্যে ধরে চিড়। শোনা যায়, টলিউডের এক নায়িকার সঙ্গে সম্পর্ক শুরু হতেই বরখা-ইন্দ্রনীলের মধ্য়ে দুরত্বের সৃষ্টি হয়। যদিও সেই সম্পর্ক এখন আর নেই। অপরদিকে বরখার জীবনেও নতুন কারোর আগমন ঘটেছে। এবার ভ্যালেন্টাইন্স ডে-তে সেই প্রেমের কথাই জানালেন বরখা।
সামনে নীল জলরাশি, নোনা জলে ভেজা বরখার শরীর। পরনে মনোকিনি, খোলা পিঠ, ভেজা চুল। অন্যদিকে তাকিয়ে বরখা, আর তাঁর পাশেই বসে বরখার প্রিয় মানুষ। সেই ছবি পোস্ট করে নায়িকা লেখেন, আমার ভালোবাসা এক ফ্রেমে। আসলে বরখার সঙ্গে সি বিচে দেখা গিয়েছে তাঁর ১২ বছরের মেয়ে মীরাকে। মায়ের পাশে কালো রঙের মনোকিনি পরে বসে মীরা। স্বামী ইন্দ্রনীলের সঙ্গে বিচ্ছেদ হলেও মীরার সঙ্গে বাবার সম্পর্ক একই আছে। বরখা ও ইন্দ্রনীল দুজনে মিলেই মীরার দায়িত্ব পালন করেন।
গত বছর বরখার জন্মদিনেই তাঁর বিশেষ মানুষের দেখা পাওয়া গিয়েছে। অভিনেতা তথা ব্যবসায়ী আশিষ শর্মার সঙ্গ সম্পর্কে রয়েছেন নাকি বরখা। যদিও এই প্রসঙ্গে ইন্দ্রনীলের প্রাক্তন স্ত্রী কিছুই জানাননি। বরখার জন্মদিনে আশিষকে দেখা গিয়েছিল পাটায়াতে, নায়িকার সঙ্গে আদুরে মুহূর্তে। দুই পৃথিবী ছবিতে প্রথমবার দেবের সঙ্গে দেখা যায় বরখাকে। তার ১৪ বছর পর খাদান ছবিতে ফের দেবের সঙ্গে অভিনয় করেন বরখা।