টলিউডে অত্যন্ত পরিচিত এক নাম দর্শণা বণিক। গত বছরই মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসের সঙ্গে বিয়ে করে সংসার পেতেছেন দর্শনা। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংয়েও সিদ্ধহস্ত। প্রায়ই নিজের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন তিনি। আর সপ্তাহান্তে নেট পাড়ার উত্তাপ আরও কিছুটা বাড়িয়ে দিলেন সৌরভ-ঘরণী। বিয়ের পর এই প্রথম জলপরী হয়ে দেখা দিলেন দর্শনা। আর তাঁর সেই ভিডিও দেখার পর পুরুষ হৃদয়ের ধুকপুকানি বেড়ে গিয়েছে।
সম্প্রতি দর্শনা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে পুলের জলে সাঁতার কাটার ভিডিও শেয়ার করেছেন। কালো রঙের মনোকিনি পরে সুইমিং পুলে সাঁতার কাটতে ব্যস্ত অভিনেত্রী। কখনও সোজা হয়ে কখনও আবার উল্টো করে ভেসে সাঁতার কাটতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার তিনি পুলের জলে মিউজিকের ছন্দে জলকেলিতে মজেছেন। দর্শনার এই বোল্ড অবতার নেটিজেনদের পাগল করে দিয়েছে। এমনিতে বহু পুরুষ হৃদয়ে ঝড় তোলেন দর্শনা। আর বিয়ের পর তাঁকে এই অবতারে দেখে ভিডিওতে লাইক-কমেন্টে ভরে গিয়েছে।
অভিনেত্রী দর্শনার শরীরি আবেদনে বুঁদ গোটা নেট দুনিয়া। তাঁকে দেখলে চোখ সরানো দায় হবে আপনার। টলিউডের পাশাপাশি বাংলাদেশের ওমর ছবিতে আইটেম ডান্সে দেখা যাবে দর্শনাকে। এই ছবিতে তিনি শরিফুল রাজের সঙ্গে ডান্স করেছেন। যার সিজলিং ভিডিও কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এর সঙ্গে, শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরানী ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দর্শনাকে।
প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর সৌরভ দাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন দর্শনা। গতবছরের শেষে তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই দম্পতি। সম্পর্কে থাকা সত্ত্বেও কখনও তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা যায়নি সৌরভ ও দর্শনা কাউকেই। বিয়ের পর স্বামী সৌরভের সঙ্গে মাঝে মধ্যেই ছবি দিয়ে থাকেন দর্শনা। নতুন ফ্ল্যাটেই এখন সংসার পেতেছেন দর্শনা-সৌরভ। মাঝে মধ্যে সেই সংসারের টুকরো ছবিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।