দেবলীনা কুমারটলিপাড়ার চেনা মুখ দেবলীনা কুমার। অভিনয় থেকে নাচ দুটোতেই সমানভাবে পারদর্শী তিনি। আবার সংসারটাও চুটিয়ে করেন অভিনেত্রী। টুকটাক করে বড়পর্দায় কাজ করে সকলের প্রশংসা কুড়িয়েছেন দেবলীনা। তার ওপর উত্তম কুমারের নাতবউ, সেই পরিবারের দায়িত্বও রয়েছে তাঁর ওপর। টলিপাড়ায় দেবলীনা অবশ্য তাঁর ফিটনেসের জন্য ভীষণভাবে পরিচিত। বয়সকে কীভাবে ধরে রাখতে হয়, সেই টোটকা তার ভালই জানা আছে। ৬ ডিসেম্বর ছিল বিধায়ক-কন্যার জন্মদিন। আর এইদিনে নেটপাড়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী।
আরও একটা বছর বাড়ল দেবলীনা কুমারের। কিন্তু তাতে কি? তাঁর কাছে বয়স শুধু একটা নম্বর। আর এই বিশেষ দিনে নিজেকে বোল্ড অবতারে তুলে ধরতে ভুললেন না। অভিনেত্রী এদিন কালো রঙের ব্রা এবং ডেনিম শর্টস পরেছিলেন। ব্রা-এর ওপর ছিল কালো রঙের বোতাম খোলা শার্ট। চোখে সানগ্লাস। এই ছবি শীতের দিনেও ঘাম ছুটিয়ে দিতে পারে আপনার। দেবলীনা এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'বয়স বাড়ছে? সেটা কী?' ছবিগুলি সম্ভবত বাড়ির ব্যালকনিতে তোলা। প্রসঙ্গত, এই বছর ৩১ বছরে পা দিলেন দেবলীনা।
দেবলীনার সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে তাঁর একাধিক সাহসী অবতারের ছবি। কখনও বিকিনিতে আবার কখনও বা খোলামেলা পোশাকে তিনি সর্বদাই নেট দুনিয়ার পারদ চড়িয়ে যাচ্ছেন। তবে দেবলীনা শাড়িতেও ভীষণভাবে সাবলীল। একটা সময় তাঁর ওজন ছিল অনেক বেশি। সেখান থেকে নিজের সঙ্গে চ্যালেঞ্জ করে দেবলীনা আজ এই জায়গায়। শত ব্যস্ততার মাঝেও তিনি কখনই জিমে যাওয়া মিস করেন না। শাড়ি পরেও দেবলীনাকে দেখা গিয়েছে ওয়েট তুলতে।
উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজোর যাবতীয় দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করেন দেবলীনা। স্বামী গৌরবের সঙ্গে পুজোয় বসেন তিনি। আবার একই সঙ্গে নিজের নাচের স্কুলের লক্ষ্মীপুজো তিনি একা হাতে সামলান। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’, যেখানে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন দেবলীনা কুমার। এছাড়াও ‘রাস’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ দেবলীনা নিজের জীবনের ছোট ছোট মুহূর্তগুলিকে ভাগ করে নেন সকলের সঙ্গে।