Koel Mallick: বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে নালিশ করলেন কোয়েল, কী অভিযোগ নায়িকার?

Koel Mallick: টলিউডের সবথেকে মিষ্টি ও নম্র অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। বাণিজ্যিক ছবিতেই অভিনয় করেছেন বেশি। ঝুলিতে একের পর এক কর্মাশিয়াল ছবি, যা বক্স অফিসে বেশ হিট। গক কয়েক বছরে কোয়েল নিজের স্বামীর প্রযোজনা সংস্থার বাইরে বেরিয়ে সেভাবে কাজ করেননি।

Advertisement
বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে নালিশ করলেন কোয়েল, কী অভিযোগ নায়িকার?কোয়েল মল্লিক
হাইলাইটস
  • টলিউডের সবথেকে মিষ্টি ও নম্র অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক।

টলিউডের সবথেকে মিষ্টি ও নম্র অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। বাণিজ্যিক ছবিতেই অভিনয় করেছেন বেশি। ঝুলিতে একের পর এক কর্মাশিয়াল ছবি, যা বক্স অফিসে বেশ হিট। গক কয়েক বছরে কোয়েল নিজের স্বামীর প্রযোজনা সংস্থার বাইরে বেরিয়ে সেভাবে কাজ করেননি। তাঁর অভিনয় বরাবরই প্রশংসা পেয়েছে। তবে কোনওদিনই সেভাবে অন্য ধারার ছবিতে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। স্বার্থপর ছবিতে কোয়েল মল্লিককে একেবারে অন্য রকমভাবে দেখেছেন দর্শকেরা। তাঁর অভিনয় বেশ প্রশংসাও পেয়েছে। বাংলা ইন্ডাস্ট্রিতে কোয়েল বহু বছর ধরেই কাজ করছেন কিন্তু এই ইন্ডাস্ট্রিকে নিয়ে টলি কুইনের রয়েছে এক গুরুতর অভিযোগ। 

ভাইফোঁটার প্রাক্কালে মুক্তি পেয়েছে কোয়েলের স্বার্থপর। আর এই ছবিতে কোয়েলের অপর্ণা চরিত্রটি দর্শকের মন ছুঁয়ে গিয়েছে। এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে কোয়েল বলেন, বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আমার একটা নালিশ রয়েছে। কী সেই অভিযোগ? কোয়েল বলেন, যেটা বম্বে ইন্ডাস্ট্রিতে হয় না, সেটা কলকাতা ইন্ডাস্ট্রিতে কেন হয় আমি জানি না। বম্বে ইন্ডাস্ট্রিতে কর্মাশিয়াল ছবির অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কিন্তু অন্য ধারার সিনেমাও করা হচ্ছে। সেটা চিরকাল আমরা দেখে এসেছি। নায়িকা আরও বলেন, স্টুডেন্টস অফ দ্য ইয়ার আলিয়া ভাট করলেন, তাপর আবার উড়তা পঞ্জাব ও হাইওয়ে করলেন। আবার এটাও দেখা গিয়েছে যে যাঁরা অন্য ধারার ছবিও করছেন বা কেরিয়ার শুরু করেছেন তাঁদের নিয়েও কিন্তু কর্মাশিয়াল ছবিতে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। 

কোয়েলের কথানুযায়ী, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপার আছে, যাঁরা অন্য ধারার ছবি করছেন তাঁরা শুধু সেই সিনেমাই করবেন। কিন্তু বাণিজ্যিক ছবি তো এই ইন্ডাস্ট্রির মেরুদন্ড, সেই সব ছবি থেকেই অধিকাংশ মানুষের পেট চলে। তারপর অন্য ধারার ছবিতে বিনিয়োগ করা হয়। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির সমস্যা হল তুমি অন্য ধারার ছবি করছ মানে আর বাণিজ্যিক ছবি করতে পারবে না। প্রসঙ্গত, একসময় চুটিয়ে বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন কোয়েল। নাটের গুরু, শুধু তুমি, বন্ধন, প্রেমী নং ১, নবাব নন্দিনী, বলো না তুমি আমার, মানিক, প্রেমের কাহিনী, দুই পৃথিবী, পাগলু, ১০০% লাভ, হিরোগিরি সহ একাধিক। 

Advertisement

তবে এর পাশাপাশি কোয়েলের অন্য ধারার ছবিও রয়েছে যার মধ্যে চার, ঘরে বাইরে, মিতিন মাসী, ছায়া ও ছবি, রক্ত রহস্য, বনি। তবে এইসব ছবির মধ্যে স্বার্থপর ছবিটি একেবারে অন্যরকম। কোয়েল মল্লিক-কৌশিক সেন অভিনীত ভাই-বোনের সম্পর্কের ছবি স্বার্থপর। এই ছবি মাত্র ১৩ দিনেই দেশের বক্স অফিসে আয় করে ফেলেছে ১.১২ কোটি টাকা। কোয়েল মল্লিককে আগামিতে দেখা যাবে মিতিন মাসি ফ্যাঞ্চাইসির তিন নম্বর ছবিতে। এখনও ওয়েব সিরিজে কাজ করা হয়নি কোয়েলের। তবে সুযোগ পেলে এবং ভাল চরিত্র পেলে তিনি অবশ্যই করবেন।    

POST A COMMENT
Advertisement