Madhumita Sarcar Marriage: দেবমাল্যকে নিয়ে প্রথম আইবুড়োভাত খেলেন মধুমিতা, কী কী ছিল পাতে?

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী মধুমিতা সরকার। কয়েক মাস ধরেই নায়িকার বিয়ে নিয়ে চর্চা বেশ তুঙ্গে। কিছুদিন আগেই ছোটপর্দায় কামব্যাক করেছেন মধুমিতা। তার ওপর আবার বিয়ের প্রস্তুতি। সব মিলিয়ে দম ফেলার ফুরসৎ নেই তাঁর।

Advertisement
দেবমাল্যকে নিয়ে প্রথম আইবুড়োভাত খেলেন মধুমিতা, কী কী ছিল পাতে?প্রথম আইবুড়োভাত খেলেন মধুমিতা
হাইলাইটস
  • আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী মধুমিতা সরকার।

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী মধুমিতা সরকার। কয়েক মাস ধরেই নায়িকার বিয়ে নিয়ে চর্চা বেশ তুঙ্গে। কিছুদিন আগেই ছোটপর্দায় কামব্যাক করেছেন মধুমিতা। তার ওপর আবার বিয়ের প্রস্তুতি। সব মিলিয়ে দম ফেলার ফুরসৎ নেই তাঁর। জানুয়ারির ২৩ তারিখে বিয়ের পিঁড়িতে বসবেন দেবমাল্য ও মধুমিতা। আর তার আগেই জুটিতে প্রথম আইবুড়ো ভাত খেলেন তাঁরা। কী কী ছিল মেনুতে?

সাধারণত, হবু বর ও বউয়ের আইবুড়ো ভাতের থালায় বাঙালি খাবার দেওয়ার রেওয়াজ রয়েছে। সাদা ভাত, পোলাও, মাছ, মাটন, চিকেন, ফিসফ্রাই, পাঁচ রকম ভাজা, মিষ্টি, পায়েস এইসব দেওয়া হয় আইবুড়ো ভাতে। এখন অবশ্য অনেকে বিরিয়ানিও খাওয়ান হবু বর-বউকে। তবে মধুমিতা ও দেবমাল্যর প্রথম আইবুড়ো ভাতের মেনু ছিল একেবারে হটকে। বাঙালি খাওয়া-দাওয়া নয়, বরং চাইনিজ-কন্টিনেন্টাল এবং জাপানিজ পদ দিয়ে আইবুড়োভাতের পর্ব সারলেন মধুমিতা-দেবমাল্য। 

রবিবার প্রথমবার দু'জনে একসঙ্গে আইবুড়োভাত খেলেন মধুমিতা-দেবমাল্য। তাঁদের বন্ধুরা আয়োজন করেছিলেন আইবুড়োভাতের। প্রথম আইবুড়োভাতে সাদা-কালোয় সেজেছিলেন দু'জনে। একেবারে অন্যরকম আইবুড়োভাতের মেনু ছিল এদিন। যদুও মধুমিতা জানিয়েছেন তাঁকে আইবুড়োভাত খাওয়ালে নায়িকার পাতে ভেটকিক পাতুরি, মাটন বিরিয়ানি, পোলাও-মাংস, এই তিনটের মধ্যে একটা দিতেই হবে। আগামী ২৩ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন মধুমিতা- দেবমাল্য। টলিপাড়ার সূত্র বলছে, বারুইপুর রাজবাড়িতে বসবে বিয়ের আসর। বিয়ের দিন সাবেকী সাজেই সাজবেন বর- কনে দু'জনেই। ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে হবে জুটির রিসেপশন।

বিয়ের দিন ও রিসেপশনে মধুমিতা ও দেবমাল্যর সব পছন্দের খাবারই থাকবে। বাঙালি খাবারের পাশাপাশি অন্য সব পদও থাকছে অতিথিদের জন্য। এই মুহূর্তে মধুমিতাকে দর্শক দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'ভোলেবাবা পার কারেগা'য়। তিনি জুটি বেঁধেছেন নীল ভট্টাচার্যের সঙ্গে। অন্যদিকে, শুরু হয়েছে অভিনেত্রীর পরবর্তী ছবি 'অটোবি'। প্রসঙ্গত, ১৮ বছর বয়সেই অভিনেতা- পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে সেরে ফেলেছিলেন মধুমিতা সরকার। তবে বিবাহিত জীবন সুখের হয়নি। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এরপর থেকে নিজেকে 'সিঙ্গল' বলেই দাবি করেন টলি নায়িকা। তবে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন ছিল তাঁর ডেটিংয়ের। অবশেষে পুজোর সময় নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন 'লাভ বার্ডস'।   

Advertisement

POST A COMMENT
Advertisement