টলিপাড়ার ব্যস্ততম অভিনেত্রী মিমি চক্রবর্তী। শ্যুটিং না থাকলে নায়িকা তাঁর অবসর সময় বাড়িতে কাটাতেই ভালোবাসেন। এক কথায় অভিনেত্রীকে ঘরকুনো বলা যেতে পারে। নিজের পেশার পাশাপাশি মিমি তাঁর ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে নেন সোশ্যাল মিডিয়া পেজে। আর ছুটির দিন পেলেই অভিনেত্রীর অলস জীবন কাটানোর ছবি নজরে আসে। রবিবার ছিল তেমনই এক দিন। যেখানে মিমি তাঁর পোষ্যর সঙ্গে বাড়িতেই কাটালেন পুরো দিন।
একে তো রবিবার তার ওপর প্রজাতন্ত্র দিবসের ছুটি। সব কাজই বন্ধ। আর এরকম একটা দিন পাওয়া মানে মিমির সারাদিন বাড়িতে সময় কাটানো। হালকা বেগুনি রঙের টি-শার্ট আর সাদা প্যান্ট পরে দেখা গেল মিমিকে। পোষ্যর সঙ্গে আদুরে মুহূর্ত কাটালেন তিনি। পোষ্যর সঙ্গে সোফায় বসে কখনও তাকে আদর করছেন, কখনও বা পোষ্যর মাথা কোলে নিয়ে তাকে ঘুম পাড়াচ্ছেন আবার কখনও বা ক্যামেরার দিকে পোজ দিয়েছেন একেবারে ভাবুক দৃষ্টিতে। কখনও আবার পোষ্যর আদরের চোটে দিশেহারা মিমি।
তবে এইসব ছুটির মাঝে সকলের চোখ আটকালো মিমির দুপুরের খাওয়া-দাওয়ায়। এমনিতে মিমি খেতে ভীষণ ভালোবাসেন। আর ছুটির দিনে তিনি ভাল-মন্দটাই খাবেন এটাই স্বাভাবিক। কিন্তু মিমিকে দেখা গেল রবিবার দুপুরে পান্তাভাত খেতে। তাও একেবারে ঘরোয়াভাবে। ভাত, তাতে জল ঢালা, সঙ্গে সর্ষের তেল, পেঁয়াজ-কাঁচালঙ্কা আর পকোড়া। এইছিল মিমির রবিবারের মেনু। আর সেটা বেশ আয়েস করেই খেলেন অভিনেত্রী। মিমির এই পান্তা খাওয়ার ভিডিও দেখে সকলেই অভিনেত্রীর প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন এই না হলে বাঙালি। তবে শুধু পান্তা নয়, রবিবার সেই মেনুতে ছিল ফ্রুটস কেকও।
মিমি বাড়িতে খুবই সাধারণভাবে থাকেন। নিজের পোষ্যদের সঙ্গে অবসর সময় কাটাতে ভীষণ ভালোবাসেন অভিনেত্রী। কিছুদিন আগেই মিমি ঘুরে এসেছেন গোয়া থেকে। আর সেখানে কে তাঁকে ছবি তুলে দিয়েছেন সেই নিয়ে টেলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। এমনিতেই শোনা যাচ্ছে যে প্রেমে পড়েছেন নাকি প্রাক্তন তৃণমূল সাংসদ। আর সেই ব্যক্তি নাকি ইন্ডাস্ট্রির কেউ নন। যদিও মিমি এই প্রসঙ্গে কিছুই বলেননি। প্রজাতন্ত্র দিবসের দিনই সামনে এসেছে উইনডোজ প্রোডাকশনের নতুন ছবি রক্তবীজ ২। যেখানে আবির ও মিমির ঝলক দেখে মনে হচ্ছে যে রক্তবীজের সিক্যুয়েলেও তাঁরা থাকছেন।