Monami Ghosh: বয়স শুধুই সংখ্যা, লাল কুরুশের পোশাকে ঝড় তুলছেন মনামী

Monami Ghosh: ইন্ডাস্ট্রির পরিচিত মুখ মনামী ঘোষ। টলিপাড়ায় সব সময়ই মনামীর স্টাইল নিয়ে চর্চা চলে। মনামীর ফ্যাশন সকলের থেকে আলাদা। বয়স বাড়লেও তা অভিনেত্রীর শরীরে দেখতে পাওয়া যায় না। আজও একই গ্ল্যামারস মনামী।

Advertisement
বয়স শুধুই সংখ্যা, লাল কুরুশের পোশাকে ঝড় তুলছেন মনামীমনামী ঘোষ
হাইলাইটস
  • ইন্ডাস্ট্রির পরিচিত মুখ মনামী ঘোষ।

ইন্ডাস্ট্রির পরিচিত মুখ মনামী ঘোষ। টলিপাড়ায় সব সময়ই মনামীর স্টাইল নিয়ে চর্চা চলে। মনামীর ফ্যাশন সকলের থেকে আলাদা। বয়স বাড়লেও তা অভিনেত্রীর শরীরে দেখতে পাওয়া যায় না। আজও একই গ্ল্যামারস মনামী। সোশ্যাল মিডিয়ায় তাঁর স্টাইল দেখলে মাথা খারাপ হওয়ার জোগাড়। সম্প্রতি মনামী লাল রঙের কুরুশের সুইমিং কস্টিউমে ধরা দিলেন। আর তাঁর রূপের আগুনে ছ্যাঁকা খেল নেটপাড়া। 

নীল রঙের বিকিনি আর তার ওপর কুরুশের পোশাক। পুলের জলের পা ডুবিয়ে বসে রয়েছেন মনামী। চুল উঁচু করে বাঁধা, হাতে জুস। কোনও মেকআপ না থাকলেও ঠোঁটের লাল লিপস্টিক ঘুম কেড়ে নিয়েছে অনেকের। প্রেমিক সৈকত বারুইয়ের ক্যামেরায় কিলার পোজ দিয়েছেন অভিনেত্রী। মনামীর সেইসব ছবি নেট পাড়ায় উষ্ণতা ছড়ানোর জন্য যথেষ্ট। মনামীর স্টাইল সব সময়ই নজর কাড়ে। শাড়ি থেকে বিকিনি সবেতেই অভিনেত্রী অসাধারণ। তাঁর মেদহীন শরীরে সব পোশাকই বড্ড বেশি মানানসই। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

অনেকেরই ৩০ পেরিয়ে যাওয়ার পর ছাপ পড়ে চোখে-মুখে। কিন্তু ৪০ পেরিয়েও আজও চির যুবতী মনামী। যার সিক্রেট লুকিয়ে অভিনেত্রীর খাওয়া-দাওয়াতে। মনামী এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি তেল-ঝাল-মশলা কিছুটা এড়িয়েই চলেন। বরং সবটাই সেদ্ধ খান। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি মনামী নাচও করেন। তাই ছিপছিপে গড়ন ধরে রেখেছেন। খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ থাকলে শরীর-স্বাস্থ্য দুটোই ভাল থাকবে বলে মনে করেন মনামী। 

মনামী নিজের ক্রিয়েটিভিটি নিয়ে সদা তৎপর। অভিনেত্রী এর আগেও নকশী কাঁথা নিয়ে ফ্যাশনের নতুন দিক উন্মোচন করেছিলেন। সৃজিতের পদাতিক নায়িকা নিজের শাড়ির আঁচলে এঁকে তাক লাগিয়ে দিয়েছিলেন। মনামী সব সময়ই নিজের পোশাক নিয়ে নতুন কিছু করতে ভালোবাসেন। এর আগেও তাঁকে পাটের শাড়ি পরে ফ্যাশনের নতুন দিক খুলে দিয়েছিলেন। পেশাদার জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলছে তাঁর প্রেম পর্বও। দীর্ঘদিনের প্রেমিক সৈকত বারুইয়ের সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন মনামী। প্রায় ১৪-১৫ বছরের সম্পর্ক তাঁদের। তবে কবে বিয়ে করছেন সেটা জানা নেই। যদিও মনামীর কথায় যেদিন তাঁরা দুজনেই এই বিষয়ে মানসিকভাবে প্রস্তুত হবেন, সেদিনই বিয়ের পিঁড়িতে বসবেন।     

Advertisement

POST A COMMENT
Advertisement