Nusrat Jahan-Nikhil Jain: 'রেজিস্ট্রি করার সময় পাইনি', নিখিল জৈনের সঙ্গে বিয়ে নিয়ে কী বললেন নুসরত?

Nusrat Jahan-Nikhil Jain: বিতর্কের আর এক নাম নুসরত জাহান। তাঁকে নিয়ে আলোচনা-চর্চা সর্বদাই তুঙ্গে থাকে। পেশাদার জীবনের চেয়েও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থাকে তুঙ্গে। বিয়ে থেকে শুরু করে যশের সঙ্গে সম্পর্ক, নায়িকার প্রেগন্যান্সি, সবকিছু নিয়েই সর্বদাই আলোচনার কেন্দ্রে থাকেন নুসরত।

Advertisement
'রেজিস্ট্রি করার সময় পাইনি', নিখিল জৈনের সঙ্গে বিয়ে নিয়ে কী বললেন নুসরত?নুসরত-নিখিলের বিয়ে
হাইলাইটস
  • বিতর্কের আর এক নাম নুসরত জাহান।

বিতর্কের আর এক নাম নুসরত জাহান। তাঁকে নিয়ে আলোচনা-চর্চা সর্বদাই তুঙ্গে থাকে। পেশাদার জীবনের চেয়েও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থাকে তুঙ্গে। বিয়ে থেকে শুরু করে যশের সঙ্গে সম্পর্ক, নায়িকার প্রেগন্যান্সি, সবকিছু নিয়েই সর্বদাই আলোচনার কেন্দ্রে থাকেন নুসরত। তবে এই ট্রোল বা কটাক্ষ নিয়ে কখনই কোনও মন্তব্য তাঁকে করতে দেখা যায়নি। এবার নিখিল জৈনের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন নুসরত। অকপটে জানালেন বিয়ে করেছিলেন নিখিল জৈনের সঙ্গে, কিন্তু আইনি বিয়ে হয়নি। 

২০১৯ সালে তুরস্কে রাজকীয় বিয়ে সারেন নিখিল জৈন ও নুসরত জাহান। নুসরত ছিলেন নিখিলের শাড়ির ব্র্যান্ডের প্রধান মুখ। কিছু বছর লুকিয়ে ডেট করার পর তাঁরা ২০১৯ সালের জুন মাসে বিয়ে করেন। টলিউড থেকে একমাত্র মিমি উপস্থিত ছিলেন সেই বিয়েতে। তাঁর বিয়ের নানা মুহূর্তে নানা লুক সেই সময় নজর কেড়েছিল। বিয়ে ও রিসেপশনের পরপরই পার্লামেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে নিজেকে নুসরত জাহান রুহি জৈন বলে পরিচয়ও দেন। তবে বিয়ের ২ বছরের মাথাতেই নুসরত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছিলেন তিনি নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয় বরং সহবাস করেছিলেন। তাই ডিভোর্সের প্রশ্নই নেই। সেই সময় তাঁর ওই বিবৃতি নিয়ে আলোচনা হয় বিস্তর। এই সবটা নিয়েই স্পষ্ট জবাব নুসরতের। 

ছবি সংগৃহীত

এক সংবাদমাধ্যমের কাছে নুসরত বলেন, 'কাগজ-কলমে বিয়ে আর কাগজে-কলম ছাড়া বিয়ে, আরে আমি বিয়ে তো করেছি, হ্যাঁ সেটা আইনিভাবে হয়নি। রেজিস্ট্রি করার সময় পাইনি। ওঁদের ওখান থেকে একটা আইনজীবীর চিঠি এসেছিল। সেখানে লেখা ছিল যে যেহেতু এই বিয়েটা রেজিস্ট্রার করা হয়নি, তাই এটা বিয়ে নয়।' নায়িকা বলেন, 'সেটাই আমি বলার চেষ্টা করেছিলাম। হয়তো আমি ঠিক করে বোঝাতে পারিনি। তাই আমার কথা ভুল ভাবে পৌঁছে ছিল। তখন রটে গেল আমি নাকি বলেছি, আমি বিয়ে করিনি। আমি ভাবছি এটা কবে হল? গোটা ভারতবর্ষ যেটা দেখলো, সেটা আমি মিথ্যে কীভাবে বলতে পারি।' নুসরত বলেন, 'কোনও মূর্খই এমন কাজ করবে যে, সে বিয়ে করে পার্লামেন্টে গিয়ে বিবৃতি দিচ্ছে, সে কি কখনও বলতে পারে যে আমি বিয়ে করিনি। তাহলে আমাকে সত্যি পাগলাগারদ থেকে একবার ঘুরে আসতে হয়। সেটা স্বাভাবিক নয়। আমার মনে হয়, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়েছিল।'

Advertisement

ছবি সংগৃহীত

শোনা যায়, নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নুসরত। এরপর নিখিলের বাড়ি ছেড়ে নুসরত তাঁর ফ্ল্যাটেই যশের সঙ্গে লিভ-ইন শুরু করেন। এখন নুসরত এক সন্তানের মা। যশ ও নুসরত বিয়েও করেছেন নাকি শোনা যায়। শিবপ্রসাদ-নন্দিতার রক্তবীজ ২-এ আইটেম নম্বরে দেখা যাবে নুসরতকে। ইতিমধ্যেই সেই গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

POST A COMMENT
Advertisement