দীর্ঘ সময় পর্দার বাইরে থাকার পর বাংলা সিনেমায় ফিরছেন রাখী গুলজার। বাঙালি দর্শকদের কাছে এর চেয়ে বড় উপহার কী হতে পারে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের 'আমার বস' ছবিত। ৮০ ছুঁইছুঁই অভিনেত্রীর কলকাতার প্রতি টান ভীষণ। মুক্তি পেয়েছে 'আমার বস' ছবির ট্রেলার। আর এরই মাঝে ছবির প্রচার চলাকালীন এক আড্ডায় রাখী জানিয়েছেন কলকাতায় কোন অঞ্চলের ফুচকা তাঁর সবচেয়ে বেশি প্রিয়।
আট থেকে আশি ফুচকা সকলেরই প্রিয়। আর বিশেষ করে মহিলারাদের যেন বেশি করে ফুচকা টানে। ফুচকার দোকান দেখলেই পথচলা থেমে যায় তাঁদের। আর সেই দলে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজারও। 'আমার বস' ছবির কলাকুশলীদের সঙ্গে এক ঘরোয়া আড্ডাতেই রাখী জানান যে তিনি এই শহরের কোন এলাকার ফুচকা খেতে ভালোবাসতেন। রাখী বলেন, 'হাজরা থেকে ল্যান্ডসডাউন রোড থেকে যখন যেতাম সেখানেই মস্ত বড় পার্ক দেখতে পেতাম। ওই পার্ক রেলিং দিয়ে ঘেরা, সেই ফুটপাথেই থাকত নানা জামা কাপড়ের দোকান, শাড়ি, ব্যগ বিক্রি হতো। ঠিক আমাদের মুম্বইয়ের লিঙ্কিং রোডের মতো। সেই পার্কের মধ্যেই ছিল ফুচকা, অসম্ভব স্বাদ সেই ফুচকার, সঙ্গে ছিল ঝালমুড়ি।'
আর অভিনেত্রীর এই কথার মাধ্যমেই স্পষ্ট যে রাখী এই জায়গার ফুচকা খেতেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুদুর আরব সাগরের তীরে নিজের কর্মজীবন ও সংসার জীবন সামলেও এই শহরের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে একেবারে অটুট। রাখীর ফুচকা আর ঝালমুড়ি প্রীতি মালুম হয় তাঁর মুখের তৃপ্তি দেখেই। প্রসঙ্গত, এর আগেও আমার বস ছবির শ্যুটিংয়ের সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালে রাখীকে ফুচকা খেতে দেখা গিয়েছিল অন্য সব কলাকুশলীদের সঙ্গে। ছবির পরিচালক শিবপ্রসাদ সকলকে ফুচকা খাওয়ান। আর বহুবছর পর শহরের ফুচকা খেয়ে দারুণ খুশি রাখিও। সেই সময় জানা গিয়েছিল যে এই বয়সেও রাখী প্রচুর ফুচকা খেয়েছেন এবং আলু মাখা টক জল দিয়ে তো বটেই, শুকনো ফুচকাও খেয়েছিলেন তিনি।
রাখি গুলজারের শেষ ছবি ২০১৯ সালে গৌতম হালদারের নির্বাণ। তারপর ৪ বছর অভিনয় থেকে দূরেই ছিলেন। এরপর তিনি ফের অভিনয়ে ফিরছেন শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে। মুক্তি পেয়েছে 'আমার বস' ছবির ট্রেলার। মা-ছেলের সম্পর্ক, বা বলা ভালো, মা আর ছেলে, এই দুই প্রজন্মের সম্পর্কের টানাপোড়েন, অটুট ভালোবাসা, নিবিড় বন্ধনই আমার বসের ট্রেলারের পরতে পরতে। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর ভাল সাড়া পেয়েছে উইন্ডোজ। আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে রাখী গুলজারের 'আমার বস'।